Tuesday 23 May 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরনে কেন্দ্রীয় সরকার আরও একধাপ এগলো : প্রতিবাদে প্রবল শ্রমিক বিক্ষোভ



দুর্গাপুর , ২৩শে মে : অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরনে কেন্দ্রীয় সরকার আরও একধাপ এগলো । সেইলের বিশেষ ইস্পাত কারখানা সালেম ,ভদ্রাবতী ও অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরনের জন্য ট্র্যানসাকশন  অ্যাডভাইসার , লিগ্যাল অ্যাডভাইসার ও  অ্যাসেট ভ্যালুয়ার চেয়ে যে টেন্ডার ডাকা হয়েছিল , তাতে সারা দিয়ে যে বিভিন্ন সংস্হা এসেছে , তাদের বাছাই করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানতে পেয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয় । ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে  জি-শিফটের শুরুতে কারখানার মেইন গেটে বিক্ষোভ-সমাবেশে বিপুল সংখ্যায় স্হায়ী ও ঠিকা শ্রমিক যোগ দেন । বিক্ষোভ-সমাবেশ পরিষ্কারভাবে জানিয়ে দেয় কোনমতেই বেসরকারীকরন করা যাবে না এবং কোনভাবেই ট্র্যানসাকশন  অ্যাডভাইসার , লিগ্যাল অ্যাডভাইসার ও  অ্যাসেট ভ্যালুয়ার কে কারখানায় প্রবেশ করতে দেওয়া হবে না । সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা , নিখিল দাস ,( সি.আই.টি.ইউ ) ও মনিলাল সিনহা ।





No comments:

Post a Comment