Wednesday 3 May 2017

শ্রমিক সংহতি দিবস পালন করলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা ।



দুর্গাপুর,৩রা মে : দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের কাছে একটি চির স্মরনীয় দিন হল – ৩রা মে । দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের উত্তাল দিনগুলির সূচনা লগ্নে ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের উপর হিংস্র আক্রমনের পটভূমিতে  ১৯৬৬ সালের ৩রা মে লাল ঝাণ্ডা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার পথ চলা শুরু হয় । জন্মলগ্ন থেকে ইউনিয়ন কে  লড়াই এর রাস্তায় চলতে হয়েছে । যখন কেন্দ্রের মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্ত শুরু করে তখন ইউনিয়নের পক্ষ কারখানা বাঁচানোর জন্য যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয় । সেই যৌথ আন্দোলন আজ ইতিহাস রচনা করেছে । এই কারনে ইউনিয়ন আজ রাজ্যের শাসক দলের চক্ষুশূলে পরিনত হয়েছে । দুর্গাপুরে মানুষ প্রত্যক্ষ করেছে যে কিভাবে তৃণমূলী দুষ্কৃতিরা গত ২৩শে মার্চ ইউনিয়ন দফ্তর ( ২/১ তিলক রোড ) ভেঙ্গে গুঁড়িয়ে দেয় এবং নৃশংস আক্রমন চালায় ইউনিয়ন নেতৃত্বের উপর । আক্রমন চালিয়েছে ঠিকা শ্রমিকদের উপর । শ্রমিকরা এর উপযুক্ত জবাব দিয়েছেন । গত ১১ই এপ্রিল মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্তের বিরুদ্ধে ৯২% শ্রমিক ধর্মঘটে যোগ দেন ।

৩রা মে ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা হয় । এই উপলক্ষ্যে আজ ইউনিয়ন দফ্তর রক্তপতাকায় সেজে ওঠে । সকালে থ্যালাসামিয়ায় আক্রান্ত শিশুদের জন্য আয়োজিত রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদান করেন । সন্ধ্যায় শ্রমিক কনভেনশনের আয়োজন করা হয় । বক্তব্য রাখেন অর্ধেন্দু দাক্ষি ,রথীন রায় , জীবন রায়,সন্তোষ দেবরায় ও মলয় ভট্টাচার্য ।












No comments:

Post a Comment