Friday 3 November 2017

স্হায়ীকরনের দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানার আন্দোলনরত ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের পাশে দাঁড়ালো সি.আই.টি.ইউ ।



দুর্গাপুর,৩রা নভেঃ - দুর্গাপুর ইস্পাত কারখানার ২৫০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ভয়ংকর সমস্যার মুখোমুখি । দুর্গাপুর ইস্পাত কারখানার জন্মলগ্ন থেকে রীতি অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিস্টরা ট্রেনিং চলাকালীন অথবা ট্রেনিং শেষে শ্রমিক হিসাবে কারখানায় জোগদান করেন । কিন্তু আশ্চর্যজনক ভাবে ২০১৬ সালে আগষ্ট মাসে যে ৬০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস্ট কারখানায় ট্রেনিং এ জোগদান করেন,তাদের ১ বছরের মাথায় কারখানার কর্তৃপক্ষ বসিয়ে দেয় । এর ফলে ঐ ৬০ জন সহ বর্তমানে ট্রেনিং রত আরও প্রায় ১৮০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস্টের জীবনে অন্ধকার নেমে এসেছে । এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন ট্রেড অ্যাপ্রেন্টিস্টরা । অবিলম্বে স্হায়ীকরনের দাবীতে পথে নেমেছেন ট্রেড অ্যাপ্রেন্টিস্টরা । তাদের পাশে দৃঢ় ভাবে এসে দাঁড়িয়েছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) । ইউনিয়নের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক প্রকাশতরু চক্রবর্তী জানিয়েছেন যে ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের স্হায়ীকরনের দাবী অত্যন্ত যৌক্তিক । এই মুহুর্তে কারখানায় স্হায়ী শ্রমিকদের সংখ্যা আশংকাজনক ভাবে কমে গেছে । ট্রেনিং-প্রাপ্ত দক্ষ শ্রমিক ট্রেড অ্যাপ্রেন্টিস্টরা বরাবর স্হায়ী শ্রমিক হিসাবে কারখানায় যোগদান করে উৎপাদন বৃদ্ধির জন্য অবদান রেখেছেন । আসলে ট্রেড অ্যাপ্রেন্টিস্ট দের ট্রেনিং শেষে বসিয়ে দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত কর্তৃপক্ষ বকলমে বেসরকারী সংস্হার মত ‘ হায়ার অ্যান্ড ফায়ার ‘ নীতি চালু করতে চাইছে । সি.আই.টি.ইউ এই নীতির তীব্র বিরোধীতা করছে ।
এদিকে গতকাল ট্রেড অ্যাপ্রেন্টিস্টরা দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট থেকে মিছিল করে ইস্পাত ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখান ও অবস্হান-সমাবেশ করেন । সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর নেতৃবৃন্দ । সংহতি জানিয়ে ইউনিয়ন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ললিত মিশ্র । ট্রেড অ্যাপ্রেন্টিস্টদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ইস্পাত কর্তৃপক্ষের কাছে গিয়ে   অবিলম্বে স্হায়ীকরনের দাবী জানিয়ে একটি স্মারক লিপি জমা দেন । সঙ্গে ছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর নেতৃবৃন্দ কালী সান্যাল , সৌরভ দত্ত ও জয়ন্ত কুমার দাস ।









No comments:

Post a Comment