Saturday 11 November 2017

প্রয়াত পার্টির ঘনিষ্ঠ দরদী পি.এস.ঘোষ ।



দুর্গাপুর, ১১ই নভেঃ – গত ৭ই নভেঃ প্রয়াত হয়েছেন পার্টির ঘনিষ্ঠ দরদী ও ইস্পাত ঠিকা শ্রমিক আন্দোলনের সূচনা লগ্নের অন্যতম অগ্রনী নেতা পি.এস.ঘোষ । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তাঁর স্ত্রী,কন্যা ও পুত্র বর্তমান। তাঁর মরদেহ ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে নিয়ে আসা হলে নেতৃত্ব সহ বহু সাধারন মানুষ শেষ শ্রদ্ধা জানান ।
গত শতাব্দীর ৬০ এর দশকের শেষভাগে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক আন্দোলনের সূচনায় প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ ,সি.আই.টি.ইউ ) । প্রতিষ্ঠার সময় থেকেই পি.এস.ঘোষ ইউ.সি.ডব্লু.ইউ এর অন্যতম নেতা হয়ে ওঠেন ও পরবর্তীকালে ইউয়নের যুগ্ম-সম্পাদক হয়েছিলেন । তিনি ইস্পাত শ্রমিকদের সর্ব-ভারতীয় সংগঠন এস. ডব্লু.এফ.আই (সি.আই.টি.ইউ ) এর কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন । ৬০ এর দশকের শেষভাগে পার্টি সভ্যপদ লাভ করেন । পরবর্তীকালে পার্টির আঞ্চলিক কমিটির সদস্য হয়েছিলেন । ১৯৯৪ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক হয়েছিলেন । সেক্টর সংগঠন ও ক্লাব সংগঠন গড়ে তোলার ক্ষেত্রও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন । শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাঁকে বহুবার দৈহিক ও বিবিধ আক্রমনের শিকার হতে হয় , জেলে যেতে হয় । রোগগ্রস্হ হয়ে শারীরিক অক্ষমতার জন্য সাম্প্রতিককালে পার্টি সভ্যপদ থেকে অব্যাহতি নিয়েছিলেন ।
তাঁর মৃ্ত্যুতে ইউ.সি.ডব্লু.ইউ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ।



No comments:

Post a Comment