Sunday 4 March 2018

ডাঃ নর্মান হেনরী বেথুন-এর ১২৮তম জন্মদিবস উপলক্ষ্যে রক্তদান শিবির ।




দুর্গাপুর,৪ঠা মার্চ : বিশ্ববরেণ্য চিকিৎসক,মানবতাবাদী সমাজসেবী ডাঃ নর্মান হেনরী বেথুন -এর আজ ১২৮তম জন্মদিবস।স্পেনের গৃহযুদ্ধ চলার সময় যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসায় রক্তদানের জন্য ১৯৩৬ সালে তিনি বিশ্বের প্রথম ভ্রাম্যমান ব্লাড ব্যাঙ্কের উদ্ভাবন করেন তাঁর জন্মদিবস পালন উপলক্ষ্যে আজ দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর অবসর এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ২১ জন রক্তদান করেছেন তাদের মধ্যে ১ জন মহিলা।এর আগে বিধাননগর ডেয়ারি কলোনি সংলগ্ন  তাঁর নামে নামাঙ্কিত রাস্তায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়।

No comments:

Post a Comment