Sunday, 18 March 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর লড়াই কে জোরদার করতে পথে নামল ডি.ওয়াই.এফ.আই ।




দুর্গাপুর,১৮ই মার্চ : দুর্গাপুরের কর্মসংস্হানের অন্যতম দুই উৎস হল অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা । মোদি সরকার স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের পোষাকি নামের আড়ালে অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রি করার যে উদ্যোগ নিয়েছে তা রোখা না গেলে সমূহ বিপদ নেমে আসতে চলেছে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সমগ্র আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে । এর বিরুদ্ধে গত দেড় বছরের বেশী সময় ধরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ যে লড়াই চালাচ্ছে সেই লড়াই এর অংশীদার ডি.ওয়াই.এফ.আই । এই লড়াই কে আরও জোরদার করা ও ডি.ওয়াই.এফ.আই এর সদস্য পত্র গ্রহন করার আহ্বান জানিয়ে আজ ইস্পাতনগরীর রাণাপ্রতাপ রোড থেকে ডি.ওয়াই.এফ.আই এর দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির ডাকে একটি মিছিল শুরু হয়ে আশিষ মার্কেট অঞ্চল ঘুরে শেষ হয় ।

No comments:

Post a Comment