Sunday 11 March 2018

অ্যালয় স্টিল বাঁচানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে স্মারকলিপি জমা দিল যৌথ মঞ্চ ।




দুর্গাপুর,১১ই মার্চ : আজ দুর্গাপুরে কেন্দ্রীয় ভারী শিল্প দফ্তরের রাষ্ট্রমন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়-র কাছে অ্যালয় স্টিল বাঁচানোর জন্য তার হস্তক্ষেপের দাবি  জানিয়ে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয় । একই দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দ্যেশে পৃথক একটি স্মারকলিপি  বাবুল সুপ্রিয়-র কাছে যৌথ মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয় । অপর দিকে দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় একই দাবিতে প্রধানমন্ত্রীর ও মন্ত্রী বাবুল সুপ্রিয়-র হস্তক্ষেপ চেয়ে দু’টি পৃথক চিঠি বাবুল সুপ্রিয়-র হাতে তুলে দেন । এর আগে যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী মন্ত্রীর কাছে দেশ গঠনের ক্ষেত্রে অ্যালয় স্টিল , দুর্গাপুর ইস্পাত কারখানা সহ দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের কেন্দ্রীয় শিল্প সংস্হা গুলির অপরিসিম অবদান ও অসীম সম্ভাবনার কথা তুলে ধরেন ও কিভাবে কেন্দ্রীয় সরকারের নীতির জন্য সেগুলি বন্ধ অথবা বিক্রি হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে ভয়াবহ আর্থ-সামাজিক সংকটের সৃষ্টি হতে চলেছে মন্ত্রীর কাছে ব্যাখা করেন ।এর সাথে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি হলে ,প্রথমেই বিপদে পড়বে দুর্গাপুর ইস্পাত কারখানা ও পরে সমগ্র দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল ।  দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় বলেন এর আগেই কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট তথা বিক্রি বন্ধ করার জন্য একাধিকবার যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । মন্ত্রী বাবুল সুপ্রিয় স্বীকার করেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের যে প্রযুক্তি আছে তা ভারতে তো বটেই , সমগ্র এশিয়া মহাদেশে তা বিরল । তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট প্রস্তাব খারিজের জন্য যৌথ মঞ্চের প্রতিনিধি দল কে নিয়ে ‘ নীতি আয়োগে’ এর সাথে আগামী এক মাসের মধ্যে আলোচনায় বসাবার চেষ্টা করবেন ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি বন্ধ করার জন্য চেষ্টা করবেন । এর আগে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিশেষ ইস্পাতের তৈরি একটি স্মারক মন্ত্রী বাবুল সুপ্রিয় এর হাতে তুলে দেন যৌথ মঞ্চের পক্ষ থেকে বিধায়ক সন্তোষ দেবরায় । যৌথ মঞ্চের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জী , বিশ্বজিত বিশ্বাস , অনীত মল্লিক,শম্ভূ প্রামানিক সহ অন্যান্যরা ।
এদিকে  অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট প্রস্তাব খারিজের জন্য হস্তক্ষেপ চেয়ে পুনরায় মুখ্যমন্ত্রীকে গত ১৮ই ফে্রুঃ চিঠি দিয়েছেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় ।

দুর্গাপুর,১১ই মার্চ : আজ দুর্গাপুরে কেন্দ্রীয় ভারী শিল্প দফ্তরের রাষ্ট্রমন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়-র কাছে অ্যালয় স্টিল বাঁচানোর জন্য তার হস্তক্ষেপের দাবি  জানিয়ে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয় । একই দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দ্যেশে পৃথক একটি স্মারকলিপি  বাবুল সুপ্রিয়-র কাছে যৌথ মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয় । অপর দিকে দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় একই দাবিতে প্রধানমন্ত্রীর ও মন্ত্রী বাবুল সুপ্রিয়-র হস্তক্ষেপ চেয়ে দু’টি পৃথক চিঠি বাবুল সুপ্রিয়-র হাতে তুলে দেন । এর আগে যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও সি.আই.টি.ইউ এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী মন্ত্রীর কাছে দেশ গঠনের ক্ষেত্রে অ্যালয় স্টিল , দুর্গাপুর ইস্পাত কারখানা সহ দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের কেন্দ্রীয় শিল্প সংস্হা গুলির অপরিসিম অবদান ও অসীম সম্ভাবনার কথা তুলে ধরেন ও কিভাবে কেন্দ্রীয় সরকারের নীতির জন্য সেগুলি বন্ধ অথবা বিক্রি হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে ভয়াবহ আর্থ-সামাজিক সংকটের সৃষ্টি হতে চলেছে মন্ত্রীর কাছে ব্যাখা করেন ।এর সাথে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি হলে ,প্রথমেই বিপদে পড়বে দুর্গাপুর ইস্পাত কারখানা ও পরে সমগ্র দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল ।  দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় বলেন এর আগেই কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট তথা বিক্রি বন্ধ করার জন্য একাধিকবার যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । মন্ত্রী বাবুল সুপ্রিয় স্বীকার করেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের যে প্রযুক্তি আছে তা ভারতে তো বটেই , সমগ্র এশিয়া মহাদেশে তা বিরল । তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট প্রস্তাব খারিজের জন্য যৌথ মঞ্চের প্রতিনিধি দল কে নিয়ে ‘ নীতি আয়োগে’ এর সাথে আগামী এক মাসের মধ্যে আলোচনায় বসাবার চেষ্টা করবেন ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি বন্ধ করার জন্য চেষ্টা করবেন । এর আগে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিশেষ ইস্পাতের তৈরি একটি স্মারক মন্ত্রী বাবুল সুপ্রিয় এর হাতে তুলে দেন যৌথ মঞ্চের পক্ষ থেকে বিধায়ক সন্তোষ দেবরায় । যৌথ মঞ্চের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জী , বিশ্বজিত বিশ্বাস,অনীত মল্লিক,শম্ভূ প্রামানিক,অরূপ রায় সহ অন্যান্যরা ।

এদিকে  অ্যালয় স্টিল প্ল্যান্টের স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট প্রস্তাব খারিজের জন্য হস্তক্ষেপ চেয়ে পুনরায় মুখ্যমন্ত্রীকে গত ১৮ই ফে্রুঃ চিঠি দিয়েছেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় ।






No comments:

Post a Comment