Thursday 29 March 2018

আশিষ-জব্বারের শহিদভূমিতে সাম্প্রদায়িকতার কোন স্হান নেই : সমস্ত সাম্প্রদায়িক ও মৌলবাদি শক্তিকে ইস্পাত শ্রমিকদের মানব-বন্ধন থেকে হুঁশিয়ারি ।



দুর্গাপুর,২৯শে মার্চ : দুর্গাপুর মানেই চোখের সামনে ভেসে কল-কারখানা চিমনির ধোঁয়া , মজুরের জীবন-সংগ্রাম । দুর্গাপুর মানে শ্রমিকের লড়াই , স্বাধীন ভারতে শ্রমিকদের প্রথম ব্যারিকেড-লড়াই,দুর্গাপুর প্রথম শহিদদ্বয় আশিষ ও জব্বারের রক্তে ভেজা আরও ৩৩ শহিদের বীরভূমি যেখানে আধুনিক প্রযুক্তির কারখানায় উৎপাদনে একই সাথে ঘাম ঝরায় কোন আশিষ অথবা জব্বার , লড়াই এর ময়দানে হাত ধরে এগোয় , ঘাতকের উদ্যত বন্দুকের সামনে জোর গলায় হেঁকে বলে- দুনিয়ার মজদুর এক হও । কিন্তু এর মধ্যেই সারা দেশ,গোটা রাজ্যের সাথে দুর্গাপুরেও ধর্মান্ধ হায়নাদের আনাগোনা শুরু হয়ে গেছে । শুরু হয়েছে শ্রমজীবি মানুষের ঐক্য ভাঙ্গার জন্য বিভেদের জাল বোনার কাজ । তৃণমূল ও আর.এস-বিজেপি-র প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার  আসল লক্ষ্য যে মেহেনতি মানুষের জীবন-জীবিকা হরণ করা,গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ও লাল ঝাণ্ডা কে মুছে দেওয়ার কৌশল এ কথা মানুষ ক্রমশই বুঝতে পারছেন । শাসক তৃণমূলের সৌজন্যে সংঘ যে প্রভাব বাড়াচ্ছে , এ কথা পরিষ্কার হচ্ছে । জেলার বিভিন্ন অঞ্চল সাম্প্রদায়িকতার আগুনে পুড়ছে ।দুর্গাপুরে সেই আগুন ছড়াতে যাতে না পারে সেই জন্য ইস্পাত শ্রমিক সহ ছাত্র-যুব-মহিলা-সাংস্কৃতিক কর্মিরা আগেই পথে নেমেছেন ।ধারাবাহিক প্রচার চলছে ।
আজ দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির অন্তর্গত সি.আই.টি.ইউ ভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ঢোকার মুখে জি.টি.রোডের ওপরে ফ্লাইওভারে জেনারেল শিফট এ ঢোকার সময়ে সকাল ৮-০০ থেকে ৮-৩০ পর্যন্ত ইস্পাত শ্রমিকরা মানব-বন্ধন করেন । মানব-বন্ধন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শ্রমিক ঐক্য আরও জোরদার করার আহ্বান জানানো হয় এবং সমস্ত ধরনের সাম্প্রদায়িক ও মৌলবাদি শক্তি কে হুঁশিয়ারি জানানো হয় । মানব-বন্ধনের শেষে ভারতীয় গণনাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে ‘ হে মানব সন্তান ‘ ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সাংস্কৃতিক শাখার পক্ষ থেকে ‘রং নাম্বার ‘ এই দুটি পথ নাটিকা সহ গান পরিবেশিত হয় । মানব-বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  কে কেন্দ্র করে মেইন গেটে সংলগ্ন স্হানিয় বাসিন্দাদের মধ্যে ভালো সাড়া পড়ে ।
উপস্হিত ছিলেন এলাকার সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায়, ( দুর্গাপুর পূর্ব ),শ্রমিক নেতৃবৃন্দ বিশ্বরূপ ব্যানার্জী,নিমাই ঘোষ,দিপক ঘোষ প্রমূখ ।





No comments:

Post a Comment