Friday 30 March 2018

শিল্পনগরী দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার শপথ নিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা ।




দুর্গাপুর,৩০শে মার্চ :  অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রি বন্ধের বিরুদ্ধে তীব্র লড়াই এর মাঝে শিল্পনগরী দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার শপথ নিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর এ.এস.পি শাখার আহ্বানে  আজ সকালে ( ৮-০০ থেকে ৮-৩০) কারখানার মেইন গেটে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্হায়ি ও ঠিকা শ্রমিকরা দলে দলে এসে মানব বন্ধনে যোগ দেন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার শপথ বাক্য পাঠ করেন । শপথ বাক্য পাঠ করান দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.এম বিধায়ক সন্তোষ দেবরায় । মানব বন্ধনের শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য । উপস্হিত ছিলেন বিজয় সাহা,শচিন ভৌমিক,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

অন্যদিকে , দুর্গাপুরের শিল্পী-সাহিত্যিক-লেখকদের এক প্রতিনিধি দল এস.ডি.ও শংখ সাঁতরা সাথে দেখা করে শিল্পনগরী দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন । প্রতিনিধি দলে ছিলেন রনজিত গুহ,দিশারী মুখোপাধ্যায়, সুচিরা সরকার,জয়নুল হক,সোমনাথ হাজরা ও রূপক দাস ।






No comments:

Post a Comment