Friday 4 January 2019

৮-৯ই জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে লাগাতার প্রচারে সামিল সাংস্কৃতিক কর্মীরাও ।




দুর্গাপুর,৪ঠা জানুঃ : গত দুই বছর ধরে লাগাতারভাবে  যৌথ শ্রমিক আন্দোলনের শিরোনামে আছে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আন্দোলন । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি-ইউ.টি.ইউ.সি-এ.আই. ইউ.টি.ইউ.সি মিলে গড়ে তুলেছে ,”এ.এস.পি বাঁচাও-ডি.এস.পি বাঁচাও – দুর্গাপুর বাঁচাও “ যৌথ মঞ্চ । অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা দাবিতে যৌথ মঞ্চ লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে । ১৩০টি বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচী নিয়েছে যৌথ মঞ্চ । এই কর্মসূচীতে ইস্পাত শ্রমিকদের সাথে সামিল হয়েছেন অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ  ব্যাঙ্ক-বিমা-ডাক ও তার সহ সংগঠিত-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা । আন্দোলনে সামিল হয়েছেন জাতীয়-আন্তর্জাতিক স্তরের বিভিন্ন খ্যাতনামা ক্রীড়াবিদ সহ সর্বস্তরের  ক্রীড়াবিদ এবং বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মীরা । তাই কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে আগামী ৮-৯ই জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে প্রচারের আগেই মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্বে যৌথ প্রতিরোধ লড়াই এর অভিজ্ঞতা অর্জন করেছে ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী সহ সংলগ্ন অঞ্চল ।  ধর্মঘটের সমর্থনে চলছে বিরামহীন প্রচার । কারন ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী সহ সংলগ্ন অঞ্চল জানে লড়াই আর ধর্মঘট করেই ঠেকিয়ে রাখা গেছে অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত । অভিজ্ঞতা শিখিয়ে দিচ্ছে  মোদি সরকারের নীতি পাল্টাতেও চাই লড়াই আর ধর্মঘট ।
আজও ধর্মঘটের সমর্থনে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার প্রচার সভা চলার পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার ধর্মঘটের সমর্থনে এক বিশাল মিছিল সার্ভিস অঞ্চল প্রদক্ষিন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর নিউটন রোডে ধর্মঘটের সমর্থনে সভায় বক্তব্য রাখেন কাজল মজুমদার,নন্দদুলাল দাস ও প্রকাশতরু চক্রবর্তী । সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে ধর্মঘটের সমর্থনে সাংস্কৃতিক কর্মিরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের যৌথ উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ধর্মঘটের সমর্থনে শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও আশিসতরু চক্রবর্তী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নাট্যবিদ শুভেন্দু ব্যানার্জী ।











No comments:

Post a Comment