Tuesday 15 January 2019

বিপন্ন ধর্মনিরপেক্ষতা,আক্রান্ত বাক্ স্বাধীনতা – প্রতিবাদে ইস্পাতনগরীর রাস্তায় নামলেন শিল্পী-সাহিত্যিকরা ।




দুর্গাপুর,১৫ই জানুঃ : সারা দেশ জুড়ে বিরাজ করছে অশান্তির আবহাওয়া । পঃ বঙ্গ তার থেকে ব্যাতিক্রমী নয় । মোদি জমানায় ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার উপর চলছে ক্রমাগত আক্রমন, আক্রান্ত বাক্ স্বাধীনতা ।  আক্রমনের নিশানায় শিল্পী-সাহিত্যিক-রাজনৈতিক দল ও কর্মী,বিশেষতঃ বামদল গুলি সহ সাধারন মানুষ । স্বাধীন মতপ্রকাশের জন্য আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ অথবা কবি শ্রীজাত । প্রতিনিয়ত আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে ।  অন্যদিকে ,রাজ্যে তৃণমূল সরকারে আমলে একই ভাবে বিরুদ্ধ মত প্রকাশের জন্য আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । তার সাম্প্রতিক নজীর টালিগঞ্জে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোষ্ট করার অপরাধে সি.পি.আই.(এম) কর্মী রিয়াজ বক্সের বাড়ীর উপর তৃণমূলী দুষ্কৃতিদের আক্রমন ও তারপরে রিয়াজ বক্সের এর গ্রেফ্তার ।
ধর্মনিরপেক্ষতা ও বাক্ স্বাধীনতার উপর এই আক্রমনের বিরুদ্ধে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের আহ্বানে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বুকে শিল্পী-সাহিত্যিকরা প্রতিবাদী মিছিলে অংশ নেন । ডেভিড হেয়ার থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত প্রতিবাদী কন্ঠে গান গাইতে গাইতে মিছিল যায় । চন্ডিদাস বাজার মোড়ে মিছিল শেষে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও দীপক দেব । এছাড়াও বিভিন্ন শিল্পী প্রতিবাদী গান ও আবৃতি পরিবেশন করেন । সহমর্মিতা জানিয়ে বহু মানুষ এই সভায় যোগ দেন ।  

No comments:

Post a Comment