Wednesday 2 January 2019

৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের প্রচারে সরগরম ইস্পাতনগরী : দুর্গাপুর ইস্পাত কারখানায় গেট মিটিং ।




দুর্গাপুর,২রা জানুঃ : নতুন বছরে প্রথম দিন থেকে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের প্রচারে সরগরম থাকল ইস্পাতনগরী । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার তামলা গেটে ধর্মঘটের সমর্থনে সভা হয় ।  ১২-দফা মূল দাবি সহ অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা স্হানীয় দাবিতে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল এবং দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ডিসেঃ মাসের গোড়া থেকে নিবিড় প্রচার চলছে । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ধর্মঘটের সমর্থনে যৌথ সভা হয় । বক্তব্য রাখেন নিমাই ঘোষ,স্বপন মজুমদার ( সি.আই.টি.ইউ ) ও তরুন দাস ( এ.আই.টি.ইউ.সি ) । বিকালে সেইল সমবায় আবাসন অঞ্চলে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে ধর্মঘটের সমর্থনে মিছিল বেড়িয়ে এলাকার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিন করে কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ । মিছিল শেষ হলে ঐ জায়গায়  পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে শহীদ শিল্পী সফদার হাসমির স্মরণে ও ধর্মঘটের সমর্থনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ধর্মঘটের সমর্থনে শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত ও আশিসতরু চক্রবর্তী  । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল ব্যানার্জী ।







No comments:

Post a Comment