Thursday 3 January 2019

ইস্পাত শ্রমিকদের গনগনে মেজাজে ৮-৯ জানুঃ ধর্মঘটের সমর্থনে তেতে উঠছে দুর্গাপুর ।



দুর্গাপুর,৩রা জানুঃ : ক্ষোভের আগুনে ফুঁটছে ইস্পাত শ্রমিকরা । প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও,রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর বেতন-চুক্তির নামগন্ধ নেই । ফলে নিদারুন আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন ইস্পাত শ্রমিকরা । অন্যদিকে বিগত বেতন-চুক্তির বিভিন্ন বিষয় এখনও লাগু করে নি কর্তৃপক্ষ । ঠিকা শ্রমিকদের অবস্হা আরও করুণ । দুর্গাপুর ইস্পাত কারখানায়  সাড়ে তিন হাজার ঠিকা-শ্রমিক সি.আই.টি.ইউ করার অপরাধে  উচ্ছেদ হয়েছেন । তারা এখনও পূনর্বহাল হয় নি । শাসক দলের মাতব্বর – ঠিকাদার ও এক শ্রেনীর অফিসারে অসাধু চক্রের হাতে  বিপন্ন দুর্গাপুর ইস্পাত কারখানায়  কর্মরত ঠিকা শ্রমিকদের জীবন-জীবিকা । অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টে বরাদ্দ অর্থ কমে যাওয়ায় বিপদের মুখে  ঠিকা শ্রমিকরা । চোখের সামনে লুঠ হচ্ছে ইস্পাতনগরী ও সংলগ্ন এলাকার জমি,দখল হচ্ছে ফাঁকা কোয়ার্টার । অথচ জমি-কোয়ার্টারের লিজিং-লাইসেন্সিং এর জন্য দীর্ঘদিন ধরে টালবাহনা করছে ইস্পাত কর্তৃপক্ষ । ইস্পাতনগরীর নাগরিক ও স্বাস্হ্য পরিষেবা ধারাবাহিক অবহেলার শিকার । অন্য দিকে অ্যালয় স্টিল প্ল্যান্টের উপরে এখনও বেসরকারীকরনের খাঁড়া ঝুলছ । দুর্গাপুর ইস্পাত কারখানা কে সেইল বিনিয়োগের থেকে বঞ্চিত করার ফলে বিপন্ন হয়ে পড়েছে কারখানার ভবিষ্যৎ । স্হায়ী চাকরীর দাবি করার জন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রীর উপস্হিতিতে আন্দোলনরত ট্রেণীদের উপর সি.আই.এস.এফ এর নির্মম লাঠিচার্জের দগদগে স্মৃতি এখনও টাটকা ইস্পাত শ্রমিকদের মনে । ব্লাষ্ট ফার্ণেসের তপ্ত লোহার স্রোতের মতই মোদি জমানার চরম বঞ্চনার প্রতি ইস্পাত শ্রমিকদের অন্তরে গনগনে ক্ষোভের আগুন বইছে । সময়ের সাথে পাল্লা দিয়ে চার শিফটে কারখানার বিভাগে বিভাগে সেকশানে সেকশানে চলছে ধর্মঘটের সমর্থনে সভা। একই সাথে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে ১২-দফা মূল দাবি সহ অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা স্হানীয় দাবিতে নিরন্তর প্রচার চলছে ।
আজ সকালে ব্যস্ততম সূর্য সেন সরনীর অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেট ও দুর্গাপুর ইস্পাত কারখানার সংযোগ স্হলে ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের এক বিশাল সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,বিজয় সাহা,নিমাই ঘোষ,গুরুপ্রসাদ ব্যানার্জী ( সি.আই.টি.ইউ ) ও শম্ভু প্রামানিক ( এ.আই.টি.ইউ.সি) । সকালে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও  দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার মিলস অঞ্চলে ধর্মঘটের সমর্থনে দুটি পৃথক মিছিলে শ’য়ে শ’য়ে ইস্পাত শ্রমিক যোগদান করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর স্টিল মার্কেট সংলগ্ন পাঁচ মাথা মোড়ে ও ভারতী মোড়ে ধর্মঘটের সমর্থনে দুটি পৃথক সভা হয় ।




















No comments:

Post a Comment