Wednesday 16 January 2019

কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ ।




দুর্গাপুর,১৬ই জানুঃ আজ দুর্গাপুর ইস্পাত কারখানার  নগর প্রশাসনিক দফ্তরের ( টি.এ. বিল্ডিং ) সামনে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে গণ-অবস্হান ও বিক্ষোভ দেখান। সেইল এমপ্লয়িজ ফোরামের পক্ষ থেকে আহূত এই সমাবেশে সংহতি জানিয়ে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তী । তিনি বলেন যে মিশ্র ইস্পাত কারখানার বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিল, দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারন,দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত- মিশ্র ইস্পাত কারখানা-সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও সমবায়ের কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে । তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রিয় সরকারের শ্রমজীবি মানুষের বিরোধী নীতি কে দায়ী করে অবিলম্বে কর্মরত-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার ও জমি লিজিং-লাইসেন্সিং এর দাবি জানান । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে ৮-দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় । সংহতি জানিয়ে  অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন ।

No comments:

Post a Comment