Friday 11 January 2019

সাধারন ধর্মঘটের দু-দিন হামলা-পুলিশী অত্যাচারের বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,১১ই জানুঃ : গত ৮-৯ই জানুঃ সারা দেশব্যাপি ধর্মঘটের দু-দিন পঃ বঙ্গের বিভিন্ন জায়গায় ধর্মঘটীদের উপর শাসক তৃণমূল ও পুলিশ আক্রমন চালায় । যদিও এই ধর্মঘট কেন্দ্রের মোদি পরিচালিত বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ছিল,তবুও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার ধর্মঘটীদের উপর চরম দমন-পীড়ন নামিয়ে আনে, রাজ্যের বিভিন্ন জায়গায় বহু বামপন্হি ও সি.পি.আই.(এম) কর্মী-নেতাকে শান্তিপূর্ণভাবে  ধর্মঘটের জন্য গ্রেফ্তার করা হয় । দুর্গাপুরেও একইভাবে সন্ত্রাস-গ্রেফ্তার করলেও ধর্মঘট সফল হয়েছে । ২রা সেপ্টেঃ,২০১৬ সালের সাধারন ধর্মঘটের তুলনায় ধর্মঘটী ইস্পাতকর্মীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
   আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে ও চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষে দু’টি পৃথক বিশাল প্রতিবাদ সভা হয় । আশিস মার্কেটে বক্তব্য রেখেছেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী ও জীবন আইচ । চন্ডিদাস বাজারে বক্তব্য রেখেছেন গুরুপ্রসাদ ব্যানার্জী ও স্বপন মজুমদার । চন্ডিদাস বাজারে গণসংঙ্গীত পরিবেশন করেন জয়তী হাজরা । উপস্হিত ছিলেন রথিন রায়,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








No comments:

Post a Comment