Saturday 5 January 2019

দেশ বাঁচাতে, জীবন-জীবিকা বাঁচাতে, ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে অভূতপূর্ব প্রচার চলছে ।




দুর্গাপুর,৫ই জানুঃ : মোদি সরকারের হাতে দেশ ও জীবন-জীবিকা বিপন্ন । এর বিরুদ্ধে দেশের ১০টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশন গুলির পক্ষ থেকে ১০-দফা দাবিতে  ৮-৯ই জানুঃ দেশব্যাপি সাধারন ধর্মঘট ডেকেছে । ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার চলছে । গত দু-বছরের বেশী সময় ধরে লাগাতারভাবে  যৌথ শ্রমিক আন্দোলনের শিরোনামে আছে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আন্দোলন । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি-ইউ.টি.ইউ.সি-এ.আই. ইউ.টি.ইউ.সি মিলে গড়ে তুলেছে ,”এ.এস.পি বাঁচাও-ডি.এস.পি বাঁচাও – দুর্গাপুর বাঁচাও “ যৌথ মঞ্চ । অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা দাবিতে যৌথ মঞ্চ লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে । ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী সহ সংলগ্ন অঞ্চল জানে লড়াই আর ধর্মঘট করেই ঠেকিয়ে রাখা গেছে অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত । অভিজ্ঞতা শিখিয়ে দিচ্ছে  মোদি সরকারের নীতি পাল্টাতেও চাই লড়াই আর ধর্মঘট । তাই ধর্মঘটের সমর্থনে চলছে বিরামহীন প্রচার ।
আজ সকাল থেকে ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার প্রচার সভা চলার পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার ধর্মঘটের সমর্থনে এক বিশাল মিছিল প্রাইমারি জোনের এক বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর শিবাজী রোডে ধর্মঘটের সমর্থনে সভা হয় ।বক্তব্য রেখেছেন প্রকাশতরু চক্রবর্তী ও ললিত মিশ্র । অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সকাল ও সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোনের প্রায় সমস্ত দোকান ঘুরে ধর্মঘটের সমর্থনে লিফলেট বিলি করা হয় এবং ধর্মঘটের দু-দিন দোকান না খোলার জন্য অনুরোধ জানানো হয় । নেতৃত্বে ছিলেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











No comments:

Post a Comment