Thursday 31 January 2019

ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত নেহেরু স্টেডিয়ামে মোদির জনসভার তীব্র প্রতিবাদ জানাল সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,৩১শে জানুঃ – কানাঘুষো আগেই চলছিল । আশংকা ছিল । তবুও মানুষ বিশ্বাস করতে পারে নি যে বিজেপি-র জনসভার জন্য আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ক্রীড়া জগতের কাছেও অতি পরিচিত দুর্গাপুর ইস্পাতনগরীর ঐতিহ্যমন্ডিত নেহেরু স্টেডিয়াম কে ব্যবহার করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অনুমতি দিতে পারে। সেই আশংকাই শেষ পর্যন্ত বাস্তবে পরিনত হল । নেহেরু স্টেডিয়ামের চত্বর জুড়ে চলছে জনসভার প্রস্তুতি । ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা চূড়ান্ত অবহেলিত হলেও মোদির আগমনে তড়িঘড়ি স্টেডিয়ামের আশেপাশের রাস্তা মেরামতি সহ চলছে অন্যান্য প্রসাধনী মেরামতি । অথচ এই ইস্পাতনগরী,অ্যালয় স্টিল প্ল্যান্ট , দুর্গাপুর ইস্পাত কারখানা সহ গোটা দুর্গাপুর মোদির নীতির ফলে বিপন্ন । এর আগে বাজপেয়ীর আমলে দুর্গাপুর সাক্ষী রয়েছে কিভাবে এম.এ.এম.সি – এফ.সি.আই-বি.ও.জি.এল এর মত নামজাদা রাষ্ট্রায়ত্ব কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয় । একই কায়দায় মোদি নেমেছেন দুর্গাপুরের কারখানাগুলির ধ্বংসের খেলায় । আন্তর্জাতিক মানের অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রি করতে চেয়েছে মোদি সরকার । বিনিয়োগ না করার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানা সেইলের মধ্যে ছোট প্ল্যান্টে পরিনত হয়ে সংকটে পড়তে চলেছে । তাপবিদ্যুৎ কেন্দ্র ডি.টি.পি.এস বন্ধ করার চক্রান্ত চলছে । এ বিষয়ে রাজ্য সরকারের মাথা ব্যাথা না থাকলেও ফুঁসে উঠেছে দুর্গাপুরে মানুষ । সি.আই.টি.ইউ সহ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ান গুলির যৌথ মঞ্চ -  “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও- দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও – দুর্গাপুর বাঁচাও” কমিটির নেতৃত্বে গত তিন বছর ধরে, অ্যালয় স্টিল প্ল্যান্ট বিলগ্নীকরন বাতিল - অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনকিকরন-সম্প্রসারনের জন্য সহ রাজ্য সরকারের একই ধরনের শিল্প-ধ্বংস নীতির ফলে বিপন্ন ডিপিএল-ডিসিএল এবং বিপন্ন দুর্গাপুর ব্যারাজের নাব্যতা পুনরুদ্ধারের দাবীতে ইস্পাত শ্রমিক সহ দুর্গাপুরের মানুষ তীব্র লড়াই চালাচ্ছে । গত দুবছর ধরে ইস্পাত শ্রমিকদের বেতন-চুক্তিও বকেয়া হয়েছে অথচ এন.জে.সি.এস আলোচনা শুরুর নামগন্ধও নেই । এই অবস্হায় ঐতিহ্যমন্ডিত নেহেরু স্টেডিয়াম কে মোদি-বিজেপির জনসভার জন্য ব্যবহারের অনুমতি দুর্গাপুরের মানুষের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি বলে মনে করছে সি.আই.টি.ইউ। অন্যদিকে যে রাষ্ট্রায়ত্ব কারখানা শেষ করতে চাইছে বিজেপি, সেখানে খোদ নেহেরুর নামাঙ্কিত স্টেডিয়াম কে জনসভার কাজে ব্যবহার করা নিয়েও প্রশ্ন উঠেছে । যে স্টেডিয়াম থেকে দুর্গাপুরের একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়ার তৈরি হয়েছে এবং নবীন প্রতিভাবান ক্রীড়াবিদরা ব্যবহার করছেন ,সেই স্টেডিয়াম কে বিজেপি-র জনসভার কাজে ব্যবহার জন্য খোঁড়াখুড়ি করতে দেখে ইস্পাতনগরীর নাগরিক ও ক্রীড়াবিদরা, আতংকিত ও ক্ষুব্দ । এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ চিঠি দেওয়া হয়েছে । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন যে কর্তৃপক্ষ যদি এহেন কাজের থেকে বিরত না হয় তবে ইউনিয়নের পক্ষ থেকে সবাই কে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।





No comments:

Post a Comment