Tuesday 8 January 2019

দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটে ইস্পাতনগরী ও ইস্পাত কারখানায় মিশ্র প্রতিক্রিয়া ।




দুর্গাপুর,৮ই জানুঃ : দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দুর্গাপুর ইস্পাতনগরী ও ইস্পাত কারখানায় । ইস্পাতনগরীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কম চলছে । সকালর দিকে দোকান-পাট অধিকাংশ বন্ধ ছিল । বেলা বাড়ার সাথে কিছু খোলে । যানবাহন চলাচল করলেও,যাত্রীর সংখ্যা ছিল কম । সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী  জানিয়েছেন যে পুলিশ ও তৃণমূলী দুষ্কৃতিদের প্রবল বাঁধার মুখেও দুর্গাপুরে ৫০% ইস্পাত শ্রমিক ধর্মঘটে অংশ নিয়েছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (  সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন  যে আগামীকালও ধর্মঘট চলবে ।   দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ধর্মঘটের বিরুদ্ধে  রাজ্য প্রশাসনের অবস্হান কে তীব্র কটাক্ষ করে,ধর্মঘটকারীদের অভিনন্দন জানিয়েছেন । ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের ( বেফি ) পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সুব্রত সিনহা জানিয়েছেন যে সরকারী ব্যাঙ্ক ও বীমা ক্ষেত্রে দুর্গাপুর সহ গোটা জেলায় ধর্মঘট ছিল সর্বাত্মক ।
 আজ সকাল থেকে ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মিছিল হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে বেনাচিতি সহ অন্যান্য অঞ্চল থেকে ধর্মঘটকারীদের গ্রেফ্তার করে দুর্গাপুর থানায় নিয়ে আসা হলে থানায় ছুটে যান সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য, সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী সহ পার্টি ও ইউনিয়ন নেতৃবৃন্দ ।
















No comments:

Post a Comment