Wednesday 5 August 2020

সিআইটিইউ এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ ।

দুর্গাপুর,৫ই আগস্ট : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) দপ্তরে স্হায়ি শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশ চলাকালিন এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে ১১-দফা দাবি সম্বলিত স্মারক লিপি পেশ করে মোদি সরকারের সরকারী ও রাষ্ট্রায়ত্ব সংস্হার বেসরকারীকরন-বিলগ্নিকরন নীতি অবিলম্বে বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাতে অবিলম্বে আধুনিকিকরন-সম্প্রসারন,দীর্ঘ বিলম্বিত বকেয়া বেতন-চুক্তির অবিলম্বে ন্যায় সঙ্গত ফয়সালা,বিগত বেতন চুক্তির বকেয়া অবিলম্বে লাগু,বেতন-চুক্তি কে উপেক্ষা করে একতরফা চালু করা পেনশনের বদল করে চুক্তি অনুযায়ী পেনশন চালু,নয়া নিয়োগ নীতি বাতিল করে পূর্বের নিয়োগ নীতি ফিরিয়ে আনা, অবিলম্বে স্ল্যাগ ব্যাঙ্ক সহ অন্যত্র ঠিকা শ্রমিকদের ছাঁটাই প্রত্যাহার ও চুক্তি অনুসারে বি-লিস্ট ভুক্তদের স্হায়িকরন,ভিলাইএর ত্রুটিপূর্ন কেন্দ্রিয় পে-রোল সিস্টেম বাতিল করে পূর্বের ব্যবস্হা ফিরিয়ে আনা, ইস্পাত শ্রমিক ও তাদের পরিবারবর্গের করোনা সংক্রমনের থেকে বাঁচাতে প্রয়োজনীয় সুরক্ষা ও চিকিৎসা, কাজের জায়গায় সুরক্ষা বিধির উপযুক্ত প্রয়োগ সুনিশ্চিত সহ এক গুচ্ছ দাবি অবিলম্বে ফয়সালার দাবি জানানো হয় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,অরুন চৌধুরি ও প্রদ্যুত মুখার্জি । 





No comments:

Post a Comment