Friday, 28 August 2020

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে ইস্পাতনগরীতে মহিলাদের বিশাল মিছিল।

 


দুর্গাপুর,২৮শে আগস্ট : জীবন জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সহ ৬টি বামপন্থী মহিলা সংগঠন গুলির যৌথ আহ্বানে আজ সারা দেশে মহিলারা জাতীয় প্রতিবাদ দিবস পালন করেন ।

   সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির  ডাকে আজ জাতীয় প্রতিবাদ দিবসে সকালে ইস্পাতনগরীর বি-জোন কৃত্তিবাস রোটারি থেকে ফ্ল্যাগ,ফেস্টুন ,বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড, সহযোগে মিছিল বেরিয়ে চণ্ডীদাস বাজার পর্য্যন্ত যায়।

মিছিলের শেষে চণ্ডীদাস বাজারে করোনা সংক্রমনের বিপদ থেকে মানুষকে  সচেতন করার সাথে সাথে ১০০  মাস্ক বিলি করা হয় । নেতৃত্বে ছিলেন আল্পনা চৌধুরী,শেলী মন্ডল,সুচিত্রা দাস,সোমা তরফদার প্রমুখ ।








No comments:

Post a Comment