Friday 7 August 2020

দুর্গাপুরের জল-দূষনের দ্রুত প্রতিকার চাইলেন বিধায়ক : মন্ত্রী-মেয়র কে চিঠি ।

 

দুর্গাপুর,৭ই আগস্ট : দুর্গাপুরে জল সংকটের মধ্যে উদয় হল জল-দূষনের সমস্যা । কেন্দ্রিয় সরকারী সংস্হা সিএসআইআর-সিএমআরআই এর সমীক্ষায় দুর্গাপুর পৌর নিগম থেকে সরবরাহ করা পানীয় জলে বিপজ্জনক মাত্রায় ই-কোলাই ও কলিফর্ম জীবানুর উপস্হিতির কথা জানা গেছে । সংস্হার পক্ষ থেকে গত ২৪শে জুলাই এই রিপোর্ট প্রকাশ করে সংস্হার কর্মরত ও তাদের পরিবর্গ কে দুর্গাপুর পৌর নিগম থেকে সরবরাহ করা পানীয় জল ব্যবহারে ‘সাবধানতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে । দুর্গাপুর ( পূর্ব )-এর সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায় এই রিপোর্টের কথা উল্ল্যেখ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কে লেখা চিঠি তে তিনি দুর্গাপুরের বাসিন্দাদের স্বাস্হ্য সুরক্ষার জন্য অবিলম্বে পানীয় জলের যথাযথ পরিশোধনের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ।  তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পৌর নিগম পানীয় জলের জন্য বাধ্যতামূলক জলকর বসিয়েছে । পরিবর্তে নাগরিকরা দূষিত জল খেতে বাধ্য হচ্ছেন । ইতিমধ্যে করোনা সংক্রমন আড়াল করতে দুর্গাপুরের মহকুমা শাসক সংবাদ মাধ্যমের কাছে দুর্গাপুর মহকুমা কে ‘করোনা-মুক্ত’ বলে ঘোষনা করেছেন । অথচ মহকুমা সহ জেলা-রাজ্যে করোনা সংক্রমন ক্রমবর্ধমান । ডেঙ্গু,ম্যালেরিয়ার বিপদ তো আছেই । স্বাস্হ্য পরিষেবার বেহাল দশা । বিধায়ক আশঙ্কা প্রকাশ করেছেন যে এই অবস্হায় জলের দূষনে আরও বিপদের মুখে দুর্গাপুরবাসী ।




 

No comments:

Post a Comment