Monday 10 August 2020

রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও,দেশ বাঁচাও – আহ্বান জানিয়ে সিআইটিইউ এর সভা ।

 

দুর্গাপুর,১০ই আগস্ট : আজ সকালে অ্যালয় প্ল্যান্টের মেইন গেটে রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও,দেশ বাঁচাও – আহ্বান জানিয়ে সিআইটিইউ এর সভায় দলে দলে ইস্পাত শ্রমিক যোগদান করেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি,নবেন্দু সরকার ও ললিত মিশ্র । বক্তারা মোদি সরকার কি ভাবে দেশের স্বার্থ কে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রায়ত্ব সংস্হা ধ্বংস করার জন্য কাজ করছে এবং রাজ্যের তৃণমূল সরকার কি ভাবে মোদি সরকার কে এই কাজে সহযোগিতা করে এবং রাজ্যের রাষ্ট্রায়ত্ব সংস্হা ধ্বংস করার জন্য কাজ করছে তা তুলে ধরেন । একই সাথে বক্তার রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও,দেশ বাঁচাও লড়াই এর সাথে অ্যালয় প্ল্যান্ট-দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও আন্দোলন ও এই দুই কারখানার সম্প্রসারন-আধুনিকিকরন এর দাবিতে জোরদার লড়াই গড়ে তোলার আহ্বান জানান । অন্যদিকে এই দুই কারখানার ঠিকা শ্রমিকদের করোনা অতিমারির জন্য জারি করা লকডাউনের সময়ে বেতন কেটে নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্হার তীব্র সমালোচনা করে বক্তারা অবিলম্বে কেটে নেওয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানান । সভা থেকে রাষ্ট্রায়ত্ব কয়লা শিল্পের শ্রমিকদের বেসরকারিকরন-বিরোধী লড়াই এর প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় ।

   এ দিকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার হেভী মেইন্টেন্যান্স বিভাগের ইলেক্ট্রিক্যাল শাখায় আউটসোর্সিং এর তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে বিভাগীয় প্রধানের দপ্তরের সামনে শ্রমিক জমায়েত থেকে অবিলম্বে আউটসোর্সিং এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয় । 







No comments:

Post a Comment