Saturday 22 August 2020

ইস্পাতনগরীতে প্রতিবাদ-সপ্তাহ ও রেশন-দপ্তরে বিক্ষোভ সমাবেশ কে সফল করার আহ্বান জানিয়ে সভা ।

 

দুর্গাপুর,২২শে আগস্ট : সিপিআই(এম) এর কেন্দ্রিয় কমিটির পক্ষে  ১৬-দফা দাবিতে দেশ-ব্যাপি প্রতিবাদ সপ্তাহ ( ২০-২৬ শে আগস্ট ) পালনের ডাকে সাড়া দিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোনের জনবহুল পাঁচ মাথা মোড়ে সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির ডাকে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় । এ ছাড়াও,সভা থেকে আগামী ২৪শে আগস্ট রেশন দপ্তরে গণ-বিক্ষোভ কে সফল করার আহ্বান জানানো হয় । সভায় বক্তব্য রাখেন আশিস মিশ্র,ললিত মিশ্র ও পঙ্কজ রায় সরকার ।উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । বক্তারা কেন্দ্রের মোদি সরকার ও রাজ্যে তৃণমূল সরকারের একের পর এক জনবিরোধী,শ্রমিক-বিরোধী কাজের তীব্র সমালোচনা করে উভয় সরকার কি ভাবে দেশ ও রাজ্যের অর্থনীতি কে ধ্বংস করছে,কর্ম ক্ষেত্র কে সঙ্কুচিত করছে তা তুলে ধরেন । অন্য দিকে,উভয় সরকারের কর্পোরেট ঘেঁষা, রাষ্ট্রায়াত্ব ও সরকারী সংস্হা বিরোধী নীতি কি ভাবে দুর্গাপুর সহ গোটা জেলা এবং রাজ্য-দেশের বুনিয়াদি অর্থনীতির ভিত কে আলগা করে দেশের স্বাধীনতা কে বিপন্ন করছে সেই কথাও বিস্তারিত ব্যাখ্যা করে বক্তারা ১৬-দফা দাবিতে আন্দোলন কে জোরদার করার আহ্বান জানান । একই সাথে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সতর্ক করে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করার আহ্বান জানানো হয় ।





No comments:

Post a Comment