Wednesday 19 August 2020

ইস্পাতনগরীতে পালিত হল “ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস” ।

 

দুর্গাপুর,১৯শে আগস্ট : আজ সন্ধ্যায়,পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে আশিস মার্কেটে অনুষ্ঠিত হল ভারতের কুসংস্কার–বিরোধী আন্দোলনের কিংবদন্তী শহীদ ডঃ নরেন্দ্র অচ্যুত দাভোলকারের স্মরণে অনুষ্ঠিত হল“ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস”।সভায় বক্তব্য রাখেন পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য রামপ্রনয় গাঙ্গুলী ও অশোক ভাদুরী।বৃষ্টি উপেক্ষা করে বহু বিজ্ঞান-মনস্ক মানুষ সভায় যোগ দেন।  আগামীকাল লকডাউন থাকায় “ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস” আগামীকালের বদলে আজ পালন করা হোল ।

  অন্য দিকে আজ সকালে “ জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস”-এ পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে ইস্পাতনগরী সংলগ্ন নতুন পল্লীতে বিজ্ঞান-সচেতনতা বিষয়ে আরেকটি সভা হয় । বক্তা ছিলেন অশোক ভাদুরী ও রাজেশ্বর শর্ম্মা । সভা শেষে ৪৫টি প্রান্তিক পরিবারের হাতে মাস্ক-বিস্কুট-সাবান তুলে দেওয়া হয় ।




No comments:

Post a Comment