Tuesday 13 September 2022

অবিলম্বে ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজিং-লাইসেন্সিং এর দাবিতে নগর-প্রশাসনিক দফ্তরে বিক্ষোভ সমাবেশ।

 


দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ :  আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ বিক্ষোভ সমাবেশ হোল। দীর্ঘদিন ধরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী – ঠিকা-অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন সমবায় ও সহযোগী সংস্হার শ্রমিক-কর্মচারীদের ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং দেওয়ার দাবিতে লড়াই করছে । কিন্তু কর্তৃপক্ষ অনায্যভাবে শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বঞ্চনা করছে। ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে চলে গেছে।কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও, অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বঞ্চিত রয়ে গেছেন । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,বাবুরাম শর্ম্মা,নন্দলাল দাস,সুদীপ্ত নাগ,দুলাল কয়াল ও স্বপন মজুমদার। 







No comments:

Post a Comment