Friday 23 September 2022

অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখনায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৩শে সেপ্টেঃ : শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতি ও রাজ্যের তৃণমূল সরকারের নীতিহীনতার ফলে দেশে ও রাজ্যের অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না। গত ১৯শে সেপ্টেঃ দিল্লিতে অনুষ্ঠিত বোনাস নিয়ে আলোচনা সভা কর্তৃপক্ষের একগুয়েমী মনোভাবের জন্য ভেস্তে যায় । এর ফলে সেইল-আরআইএনএল জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ও এএসপি কনট্রাকটার এমপ্লয়িজ ইউনিয়নের এর যৌথ ডাকে মিশ্র ইস্পাত কারখানার সিজিএম ( আইসি/ওয়ার্কস ) এর দপ্তরে গণবিক্ষোভে সহায়ী ও ঠিকা শ্রমিকরা যোগ দেন। বিক্ষোভ চলাকালীন কর্ত্পক্ষকে স্মারকলিপি দেওয়া হয়।সভায় বক্তব্য রাখেন নবেন্দু সরকার,নিখিল কুমার দাস ও পথিক ব্যানার্জি। বক্তারা অভিযোগ করেন সেইলের রেকর্ড সংখ্যক লাভ হ‌ওয়া সত্ত্বেও  শ্রমিকদের( ঠিকা ও স্থায়ী) ন্যায্য দাবি দাওয়া পুরনের ক্ষেত্রে কর্তৃপক্ষ শুধু উদাসীনই নয় উপরন্তু অনমনীয় মনোভাব দেখাচ্ছে।লড়াই করেই আদায় করতে হবে সমস্ত দাবি। ঠিকা ও স্থায়ী শ্রমিকদের বোনাসের সাথে সাথে বেতনচুক্তি,বকেয়া ভিডিএ সহ দীর্ঘ দিনের উপেক্ষিত দাবিগুলো আদায়ের জন্য শ্রমিকদের শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান । আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটেও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী ।









No comments:

Post a Comment