Wednesday 28 September 2022

বার্ষিক বোনাসের দাবিতে সেইল জুড়ে শ্রমিক বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,২৮শে সেপ্টেঃ : আজ নিয়ে ধারাবাহিক তৃতীয় দিনেও বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ চলছে দুর্গাপুর ইস্পাত কারখানায়। সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়ন বার্ষিক বোনাস,যা ‘পুজো বোনাস’ নামে শিল্পাঞ্চলে সমাধিক পরিচিত,এর দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌথ আন্দোলন চালিয়ে নিয়ে যেতে একমত হয়ে আন্দোলনে নেমেছে।আজ সকালে, কারখানার ২নং গেটে   শ্রমিকরা অবস্হান-বিক্ষোভ শুরু করেন। পরে মিছিল করে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে গিয়ে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় ও শারোদৎসব শুরুর আগেই বোনাসের ফয়সালার দাবি জানান।বিক্ষোভ সমাবেশ সিআইটিইউ সহ ৭টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সিআইটিইউ এর পক্ষে বক্তব্য রাখেন ললিত মিশ্র ও সীমান্ত চ্যাটার্জী । বক্তারা দাবি না মেটা পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে ললিত মিশ্র জানিয়েছেন যে সেইলের সর্বত্র বিক্ষোভ শুরু হয়েছে । স্হায়ী শ্রমিকদের পাশাপশি ঠিকা শ্রমিকরাও বোনাসের দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে  সিআইটিইউ।আজ,অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সিআইটিইউ এর ডাকে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন। ভিলাই স্টিল প্ল্যান্টের বোরিয়া গেটে সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের  সংযুক্ত মোর্চার ডাকে শ্রমিকরা বিক্ষোভ দেখান। বোকারো স্টিল প্ল্যান্টেও শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন। তিনি আরও বলেন যে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইলের স্হায়ী ও ঠিকা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে সেইল আজ উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। এই অবস্হায়,প্রথমে বেতন-চুক্তি,এরিয়ার,গ্র্যাচুইটি সিলিং ইত্যাদি বিষয়ে এবং বর্তমানে বার্ষিক বোনাস নিয়ে সেইল কর্তৃপক্ষ সুপরিকল্পিত ভাবে শিল্পে অশান্তি সৃষ্টি করতে চাইছে । সেইলের শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন এই চক্রান্ত কে প্রতিহত করে দাবি ছিনিয়ে আনার জন্য প্রস্তুতি গ্রহন করছে। সিআইটিইউ যৌথ আন্দোলন গড়ে তোলার জন্য সেইল জুড়ে উদ্যোগ গ্রহন করেছে।
























No comments:

Post a Comment