Tuesday 27 September 2022

বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে দ্বিতীয় দিনেও উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা : সেইল জুড়ে শ্রমিক বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,২৭শে সেপ্টেঃ : আজ নিয়ে দ্বিতীয় দিনেও বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা। গত কালের মত আজ সকালও কারখানার মুল প্রবেশ পথ শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।গতকাল সন্ধ্যায় সিআইটিইউ সহ ৭টি সক্রিয় ট্রেড ইউনিয়নের প্রত্যেকটি একত্রে বসে বার্ষিক বোনাস,যা ‘পুজো বোনাস’ নামে শিল্পাঞ্চলে সমাধিক পরিচিত,এর দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌথ আন্দোলন চালিয়ে নিয়ে যেতে একমত হয়।গত ২৪শে সেপ্টেঃ (শনিবার) দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির সাথে বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা ভেস্তে যায়।প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে বোনাসের দাবিতে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ ভাবে দাবি সনদ পেশ করে।২০২১-২২ সালে সেইলের ইতিহাসে এ যাবত কালের মধ্যে সর্বকালীন সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা-বিক্রি ও মুনাফা হয়েছে। নিট মুনাফার পরিমান ১২০১৫ কোটি টাকা ছোঁয়,যা সেইলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড । বিগত বছরের তুলনায় এই মুনাফার পরিমান তিন গুন এর বেশী বৃদ্ধি পেলেও,কর্তৃপক্ষ যৎসামান্য বৃদ্ধির প্রস্তাব দেয়।যৌথ দরকষাকষিতে ইউনিয়ন গুলি তাদের দাবি থেকে খানিকটা সরে এলেও,গত বছরের তুলনায় কর্তৃপক্ষের অযৌক্তিক ও যৎসামান্য বৃদ্ধির প্রস্তাব কে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়ন নাকচ করে দেয় এবং আলোচনা ভেস্তে যায়।এরফলে শারোদৎসব এর প্রাক্কালে বার্ষিক বোনাস পাওয়া কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গভীর সংকটে পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল এর স্হায়ী শ্রমিক – কর্মচারিবৃন্দ। শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত।কারন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বোনাস প্রাপ্তির মধ্য দিয়ে শিল্পাঞ্চলের পুজোর বাজার জমে ওঠে এবং বহু মানুষের রোজগার নির্ভর করে। অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরাও। অন্যদিকে,কর্মরত ঠিকা শ্রমিকদের বোনাসের বিষয়েও সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের কোন রকম হেলদোল নেই।ইতিমধ্যে সংবাদে প্রকাশ যে শ্রমিক – কর্মচারিদের বোনাসের বিষয়ে কর্তৃপক্ষ অবহেলা-অনীহা দেখালেও,আধিকারিকদের বিষয়ে উদার।পিআরপি বা প্রোডাকশান রিলেটেড পে এর নামে আধিকারিকদের পকেটে ৬০০ থেকে ৭০০ কোটি দেওয়ার ব্যবস্হা পাকা করেছে।ফলে সেইলে কর্মরত ১০,৫০০ আধিকারিকরা পদ অনুযায়ী এই বাবদ সর্বনিম্ন ১লক্ষ ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চো ১০ লক্ষ টাকা পেতে চলেছেন । করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে।মৃত্যু এসে শতাধিক শ্রমিকের জীবন ছিনিয়ে নেয়। বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষ  সমাধানের বদলে ঝুলিয়ে রেখেছে।এর ফলে সেইল-আরআইএনএল এর শ্রমিকদের মধ্যে যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে,দুর্গাপুর ইস্পাত কারখানায় তারই বহিঃ প্রকাশ ঘটল বলে মন্তব্য করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে একটি বিশাল মিছিল করে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে গিয়ে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় ও শারোদৎসব শুরুর আগেই বোনাসের ফয়সালার দাবি জানান।বিক্ষোভ সমাবেশ সিআইটিইউ সহ ৭টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সিআইটিইউ এর পক্ষে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জী । বক্তারা ঐক্যবদ্ধ ভাবে দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । উপস্হিত ছিলেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে ললিত মিশ্র। তিনি জানিয়েছেন যে সেইলের সর্বত্র বিক্ষোভ শুরু হয়েছে । স্হায়ী শ্রমিকদের পাশাপশি ঠিকা শ্রমিকরাও বোনাসের দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে  সিআইটিইউ।আজ শারোদৎসব শুরুর আগেই বোনাসের ফয়সালার দাবি সিএমও এবং কিরিবুরু খনিতে জোরদার শ্রমিক বিক্ষোভ হয়েছে। 

















No comments:

Post a Comment