Sunday 4 September 2022

বার্নপুরে অনুষ্ঠিত হোল ইস্পাত ঠিকা শ্রমিক সম্মেলন : ইস্পাতনগরীতে সিআইটিইউ এর প্রতিবাদ সভা ।

 


দুর্গাপুর,৪ঠা সেপ্টেঃ : আজ বার্নপুরের প্রান্তিক সভাগৃহে ইস্কো স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়নের ( সিআইটিইউ ) ৩০-তম বার্ষিক সম্মেলন । রক্তপতাকা উত্তোলন করেন ইউনিয়নের প্রবীন নেতা নিত্যগোপাল ভট্টাচার্য । উদ্বোধনী ভাষন দিয়েছেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ ) সাধারন সম্পাদক ললিত মিশ্র । এছাড়াও সম্মেলন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও কালি সান্যাল । অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি,সম কাজে সম বেতন,নয়া শ্রম-কোড বাতিল সহ একাধিক বিষয়ে শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়েছে । ২১-জনের নতুন সম্পাদক মন্ডলী এবং অশোক কেওড়া ও পার্থ সেনগুপ্ত যথাক্রমে সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়েছেন । সম্মেলনে বর্ধমানে শান্তিপূর্ণ আইন-অমান্য আন্দোলনে নৃশংস পুলিশী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও অবিলম্বে সমস্ত জেলবন্দীদের মুক্তির দাবি জানানো হয় । একই দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুরের ইস্পাতনগরীর বি-জোন হেলথ সেন্টার রোটারিতে প্রতিবাদ সভা হয় । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জি ও স্বপন মজুমদার । 












No comments:

Post a Comment