Sunday 18 September 2022

শুরু হোল সিআইটিউ পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের পথ চলা।

 


দুর্গাপুর,১৮ই সেপ্টেঃ : আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন খাটগড়িয়া গ্রামের আদিবাসী পাড়ায় শুরু হোল বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের পথ চলা। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও খাটগড়িয়া আদিবাসী কমিটির সহায়তায় বিশিষ্ট আদিবাসী নাট্য কর্মী শ্যামলী মুর্মুর জমিতে একটি বন্ধ হয়ে যাওয়া বয়স্ক শিক্ষাকেন্দ্র কে সারাই করে এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু করা হোল । ষষ্ঠ থেকে দশম মানের ছাত্র-ছাত্রীদের জন্য ১৪জন শিক্ষক স্বেচ্ছায় প্রতি দিন বিকাল থেকে সন্ধ্যায় সহায়তা করবেন।ইতিমধ্যে ৫১ জন ছাত্র-ছাত্রী এই কেন্দ্রে ভর্তি হয়ছেন । একই সাথে আদিবাসী পাড়ায় দাবি উঠেছে যে বন্ধ হয়ে যাওয়া বয়স্ক শিক্ষাকেন্দ্রটি পুনরায় চালু করতে হবে। ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে সীমান্ত চ্যাটার্জী জানিয়েছেন যে এই বিষয়েও ট্রাস্টের পক্ষ থেকে উদ্যোগ করা হবে। আজ সকাল থেকে শিক্ষা সহায়তা কেন্দ্রের প্রাঙ্গনে গ্রামের মানুষ ভীড় জমান।কেন্দ্রের উদ্বোধন করেন দুর্গাপুরের দুর্গাপুরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজির( নিট ) এর অধ্যাপক শুভ্রব্রত চৌধুরি।একই সাথে আজ ঐ কেন্দ্রে লায়নস ক্লাবের সহায়তায় অনুষ্ঠিত হয় চক্ষু ও স্বাস্হ্য পরীক্ষা শিবির । উপস্হিত ছিলেন বিশিষ্ট চিকিৎসাবিদ ডাঃ বাসবী পাল,ডাঃ দেবশ্রী ভট্টাচার্য,ডাঃ তুহিন কুমার বিশ্বাস সহ অন্যান্য চিকিৎসা কর্মীরা। ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে জনসাধারনের সহায়তার জন্য বছরে ৩৬৫ দিন সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট গড়ে তোলা হয়েছে। আগামীদিনে বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের কাজ ইস্পাতনগরী ও সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে বিস্তার করা হবে । আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন খাটগড়িয়া আদিবাসী কমিটির পক্ষে কালিপদ মুর্মু, শ্যামলী মুর্মু সহ অন্যান্য সদস্যবৃন্দ, ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তারা সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর নেতৃবৃন্দ ।














































No comments:

Post a Comment