Sunday, 18 September 2022

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল কবি সম্মেলন ।

 


দুর্গাপুর,১৮ই সেপ্টেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে অনুষ্ঠিত হোল কবি সম্মেলন। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন ও দুর্গাপুর ইস্পাত ২ নং আঞ্চলিক কমিটির সম্মেলন উপলক্ষ্যে ৫০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্হিত ছিলেন বিশিষ্ট কবি দিশারী মুখোপাধ্যায়,সীমান্ত তরফদার,সুকোমল ঘোষ,শ্যামল ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানস্হলে প্রগতিশীল সাহিত্য সম্ভারের পুস্তক বিপনি কেন্দ্রটি যথেষ্ঠ সারা পায় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

















No comments:

Post a Comment