Thursday 8 September 2022

সেইলের সর্বকালীন সেরা উৎপাদন,সর্বোচ্চ মুনাফা : বার্ষিক বোনাস সর্বোচ্চ করার দাবিতে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৮ই সেপ্টেঃ : ২০২১-২২ আর্থিক বছরে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ( সেইল ) এর ৫৫ বছরের ইতিহাসে  সর্বকালীন সেরা উৎপাদন ও সর্বোচ্চ মুনাফা ( কর দেওয়ার আগে ও পরে উভয় ক্ষেত্রেই ) হয়েছে। কাঁচামালের দামবৃদ্ধি,বিশ্ব জোড়া প্রতিযোগিতা,রেকর্ড সংখ্যায় শ্রমিক হ্রাস,কোভিড অতিমারী, বেতন-চুক্তির জন্য হতাশাজনক মৌ-চুক্তি ( সিআইটিইউ স্বাক্ষর করে নি ) এবং সর্বোপরি  কেন্দ্রের  মোদি সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী করাল নীতির বিরুদ্ধে লড়াই করে এই মহা সাফল্য এসেছে বলে সিআইটিইউ দাবি করেছে । এই সর্বোচ্চ সফলতার সময় সর্বোচ্চ বার্ষিক বোনাসের দাবিতে আজ আজ বিকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( পি অ্যাণ্ড এ )-র দপ্তরের সামনে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের মিছিলের পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,দেবাশিস পাল,সীমান্ত  চ্যাটার্জী ও প্রদ্যুত মুখার্জী । একই সাথে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে,অবিলম্বে অ্যানোমালি কমিটি গঠন,ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনতে হবে,এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন সহ অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করার দাবি জানান বক্তারা । সাথে সাথে ঠিকা শ্রমিকদের ৮.৩৩ অথবা ২০ শতাংস হারে বোনাসের দাবি জানান বক্তারা । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান ।আগামী ১৯শে সেপ্টেঃ দিল্লিতে বোনাস আলোচনার জন্য ইউনিয়নদের কর্তৃপক্ষ ডেকেছে। 

 


No comments:

Post a Comment