Monday 26 September 2022

বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ।

 


দুর্গাপুর,২৬শে সেপ্টেঃ : আজ সকাল থেকে বার্ষিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ।গত ২৪শে সেপ্টেঃ (শনিবার) দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন গুলির সাথে বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা ভেস্তে যায়।প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে বোনাসের দাবিতে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ ভাবে দাবি সনদ পেশ করে । বিগত বছরের তুলনায় সেইল ২০২১-২২ আর্থিক বর্ষে বিপুল মুনাফা করেছে । নিট মুনাফার পরিমান ১২০১৫ কোটি টাকা ছোঁয়,যা সেইলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড । বিগত বছরের তুলনায় এই মুনাফার পরিমান প্রায় তিন গুন বৃদ্ধি পেলেও,কর্তৃপক্ষ যৎসামান্য বৃদ্ধির প্রস্তাব দেয়।যৌথ দরকষাকষিতে ইউনিয়ন গুলি তাদের দাবি থেকে খানিকটা সরে এলেও,গত বছরের তুলনায় কর্তৃপক্ষের অযৌক্তিক ও যৎসামান্য বৃদ্ধির প্রস্তাব কে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়ন নাকচ করে দেয় এবং আলোচনা ভেস্তে যায়।এরফলে শারোদৎসব এর প্রাক্কালে বার্ষিক বোনাস পাওয়া কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গভীর সংকটে পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইল-আরআইএনএল এর স্হায়ী শ্রমিক – কর্মচারিবৃন্দ । অন্যদিকে,কর্মরত ঠিকা শ্রমিকদের বোনাসের  বিষয়েও সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের কোন রকম হেলদোল নেই ।এর ফলে সেইল-আরআইএনএল এর শ্রমিকদের মধ্যে যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে তারই বহিঃ প্রকাশ ঘটল। সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা দীর্ঘক্ষন দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অবরুদ্ধ করে রাখে । ফলে আধিকারিকরা কারখানায় ঢুকতে পারেন নি । এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে একটি বিশাল মিছিল করে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশসনিক ভবনে গিয়ে শারোদৎসব শুরুর আগেই বোনাসের ফয়সালার দাবি জানান।এদিকে, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ অনুমদিত ঠিকা শ্রমিক ইউনিয়ন ইউসিডব্লুইউ,টিসিইইউ ও এএসপিসিইইউ এর ডাকে বেতন-চুক্তি ও বোনাস,স্ল্যাগ ব্যাঙ্কের ছাঁটাই শ্রমিকদের কাজে ফেরানো সহ অন্যান্য দাবিতে সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে বিক্ষোভ সমাবেশ হয় । একই দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও এএসপিসিইইউ (সিআইটিইউ ) এর ডাকে বিক্ষোভ সমাবেশে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা যৌথ ভাবে অংশগ্রহন করেন । এই পরিস্হিতিতে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ইউনিয়ন গুলিকে আলোচনায় ডাকলে অবিলম্বে বোনাস আলোচনা ডেকে ফয়সালা ও শারোদৎসব শুরুর আগেই বোনাসের দাবি জানান সিআইটিইউ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ । পরে,আজ সন্ধ্যায় সিআইটিইউ সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ শারোদৎসব শুরুর আগেই বোনাসের দাবি জানিয়ে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আলোচনায় বসেন । আজকে সিআইটিইউ ভুক্ত ইউনিয়ন গুলির আন্দোলনে নেতৃত্ব দিয়ে বক্তব্য রেখেছেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জী ,সীমান্ত চ্যাটার্জী,নিমাই ঘোষ,কালি সান্যাল,প্রকাশতরু চক্রবর্তি,আশিসতরু চক্রবর্তি,নবেন্দু সরকার প্রমুখ ।
























No comments:

Post a Comment