Wednesday 21 September 2022

অবিলম্বে বোনাস চুক্তির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখনায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২১শে সেপ্টেঃ : শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতি ও রাজ্যের তৃণমূল সরকারের নীতিহীনতার ফলে দেশে ও রাজ্যের অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না। গত ১৯শে সেপ্টেঃ দিল্লিতে অনুষ্ঠিত বোনাস নিয়ে আলোচনা সভা কর্তৃপক্ষের একগুয়েমী মনোভাবের জন্য ভেস্তে যায় । এর ফলে সেইল-আরআইএনএল জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ সমাবেশে বক্তারা  গত ১৯শে সেপ্টেঃ দিল্লিতে অনুষ্ঠিত বোনাস নিয়ে আলোচনা সভার বিবরন সবিস্তারে তুলে ধরেন । বোনাসের সম্মানজনক পরিমানের বিষয়ে সমস্ত ইউনিয়নের ঐক্যবদ্ধ দাবির সাথে সাথে ঠিকা শ্রমিকদেরও সম্মানজনক বোনাসের দাবিতে সিআইটিইউ এর দৃঢ় অবস্হানের বিষয়ে বক্তারা তুলে ধরেন। একই সাথে বেতন চুক্তির সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি ও ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী ও প্রদ্যুৎ মুখার্জি । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান ।স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে ললিত মিশ্র দীর্ঘদিন বাদে বোনাসের দাবিতে সমস্ত ট্রেড ইউনিয়নের ঐক্যবদ্ধ ভাবে দাবি সনদ পেশ করা কে ইতিবাচক বলে জানিয়েছেন।আগামী ২৪শে সেপ্টেঃ দিল্লিতে সেইল কর্তৃপক্ষ পুনরায় বোনাস নিয়ে আলোচনা সভা ডেকেছে। 




No comments:

Post a Comment