Wednesday 8 November 2023

দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে আন্দোলন চলছে :১০৭-তম নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা।

 


দুর্গাপুর,৮ই অক্টোঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে, ১০৭-তম নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষে,হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-এর পক্ষ থেকে,” নভেম্বর বিপ্লবের আলোকে শ্রমিক আন্দোলনের সামনে সম্ভাবনা”-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সোমনাথ ভট্টাচার্য । এছাড়াও বক্তব্য রাখেন উজ্জ্বল গন।

অন্যদিকে, দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে, অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের বকেয়া ভিডিএ সহ অন্যান্য দাবিতে এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে আন্দোলন চলছে। অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা সিজিএম(আইসি)ওয়ার্কস এর দপ্তরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,মেঘলাল মল্লিক, নিখিল কুমার দাস,কাঞ্চন রায়,পত্রদূত দে,মৃত্যুঞ্জয় প্রসাদ, উজ্জ্বল ঘোষ ও বিধান বাউরি। সমাবেশ চলাকালীন যৌথ মঞ্চের পক্ষে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত দাবি মেটানোর দাবি জানান ।অন্যদিকে, যৌথ মঞ্চের আহ্বানে, দুর্গাপুর ইস্পাত কারখানার রোলিং মিলস দপ্তরের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন তাপস সর,মানস চ্যাটার্জি ও দুর্গা মাজি। দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।



















No comments:

Post a Comment