Monday 27 November 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভের আজ ২৯-তম দিন : মেইন গেটে যৌথ মঞ্চের ডাকে বিক্ষোভ সমাবেশ।

 


দুর্গাপুর,২৭শে নভেঃ : বিগত ২-মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে, অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল,মেইন হাসপাতাল সহ চিকিৎসা ও নাগরিক পরিষেবার আধুনিকীকরন এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে আন্দোলন চলছে। কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভের আজ ২৯-তম দিন। দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের ভেতরে অর্জুন মুর্তির সামনে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও তাপস সর।










No comments:

Post a Comment