Friday 17 November 2023

দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের ভবিষ্যৎ কোন পথে ?

 

দুর্গাপুর,১৭ই নভেঃনিখিল ভারত সমবায় সপ্তাহ ( ১৪-২০শে নভেঃ ) পালনের মাঝেই,ইস্পাতনগরীর সমবায় আন্দোলনের স্নায়ু কেন্দ্র বেনাচিতি হাউসের নিষ্প্রভ চেহারা নিয়ে বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বেনাচিতি হাউসে রাজ্যের সুবিখ্যাত ডিএসপি এমপ্লয়িজ কনজিউমার কোঃ অপারেটিভ পাশাপাশি  ডিএসপি এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটি,পরে  দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক গড়ে উঠেছিল মাত্র ৬১০ টাকা মূলধন নিয়ে শুরু হওয়া ক্রেডিট সোসাইটি থেকে আজ কয়েক শত কোটি টাকার সঞ্চয়নে পরিনত হয়েছে দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্কের মাধ্যমে। ১৯৯৭  সালে ১৯ কোটি টাকার মুলধন নিয়ে গড়ে ওঠে দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্ক।২০১১ সালে ২৫০ কোটি টাকার বেশী মূলধন হয়। গত ২০১২ সালে সমবায় ব্যাঙ্কের নির্বাচন কে প্রহসনে পরিনত করে পরিচালন সমিতির  ক্ষমতা দখল করে রাজ্যের শাসক দল। ২০১৭ সালে ব্যাঙ্কের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র তোলা কে ঘিরে রাজ্যের শাসক দলের দুই গোষ্ঠি বিবাদে জড়ালে , .আর.সি.এস- থেকে তড়িঘড়ি করে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ জারী করা হয় ২০১৭ সালের  সেপ্টেম্বর দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের তৎকালীন বোর্ডের মেয়াদ শেষ হয়।নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ড গঠন করার কথা ছিল কিন্তু এক্ষেত্রে করা হয় নি। মেয়াদ শেষে দুর্গাপুরের গর্বের এই ব্যাঙ্ক সরকার নির্দেশিত প্রশাসকের নিয়ন্ত্রনে চলে যায়। এই অবস্থা এর আগে কখনও এই ব্যাঙ্কের ক্ষেত্রে ঘটে নি ।৬ বছর অতিক্রান্ত হলেও,গনতান্ত্রিক রীতি মেনে নির্বাচিত বোর্ড গঠনে কোন পদক্ষেপ নিতে এখন রাজি নয় রাজ্য সরকার এদিকে বোর্ডে থাকাকালীন প্রত্যক্ষ ভাবে,পরে প্রশাসকের মাধ্যমে পরোক্ষ ভাবে ক্রমাগত রাজনৈতিক হস্তক্ষেপের ফলে ব্যাঙ্কের অর্থনৈতিক স্বাস্থ্য ক্রমশঃ খারাপ হচ্ছে বলে ডিএসপি ক্রেডিট সোসাইটি এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয়েছে ২০২১-২২ আর্থিক বর্ষে ব্যাঙ্কের এনপিএ ( অনুৎপাদক সম্পদ )ছিল .৩৫% ।২০২২-২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭%। ২০১১-১২ আর্থিক বর্ষে ব্যাঙ্কের এনপিএ (অনুৎপাদক সম্পদ ) ছিল % ( কোটি ৮২ লক্ষ টাকা) ক্রেডিট সোসাইটির হলিডে হোম আগে ছিল আটটি।এখন কমে হয়েছে মাত্র চারটি। ২০২১-২২ সালে ব্যাঙ্কের মুনাফা ছিল ১০ কোটি টাকা। ২০২২-২৩ সালে সেই মুনাফা কমে হয়েছে ৫ কোটি টাকা।২০১১-১২ সালে কর্মী-আধিকারিক ছিল ৭০। বর্তমানে আছেন মাত্র ৪০ জন। অথচ কাজ বেড়েছে বহুগুন। কিন্তু নির্বাচিত বোর্ড না থাকায় নতুন কর্মী-আধিকারিক নিযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছে বলে অভিযোগ করেছেন ডিএসপি ক্রেডিট সোসাইটি এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে চিত্ত ব্যানার্জি।অস্থায়ী শ্রমিক নিযুক্ত করে কাজ চালানোর অভিযোগ উঠেছে।ফলে গ্রাহক পরিষেবা সহ ব্যাঙ্কিং এর অন্যান্য কাজে ব্যাঘাত ঘটছে। ব্যাঙ্কের হাল ফেরাতে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি অবিলম্বে নির্বাচন করতে হবে বলে তিনি দাবি জানিয়েছেন।পঃ বঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে সীমান্ত তরফদার অভিযোগ করেছেন যে পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ১৫০ সমবায় সংস্থায় নির্বাচন না করে রাজ্য সরকার প্রশাসক বসিয়ে পরিচালনা করছে। সমবায় আন্দোলনের স্বার্থে তিনি অবিলম্বে সমস্ত সমবায় সংস্থায় নির্বাচনের দাবি জানিয়েছেন।ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে অজিত মন্ডল ডিএসপি এমপ্লয়িজ কনজিউমার কোঃ অপারেটিভ ও স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক কে রক্ষা করতে সমবায় বাঁচাও আন্দোলন কে জোরদার করার আহ্বান জানিয়েছেন।





 

No comments:

Post a Comment