Tuesday 7 November 2023

মহান নভেম্বর বিপ্লবের ১০৭-তম বার্ষিকী উদযাপিত হোল ইস্পাতনগরীতে : অনুষ্ঠিত হোল স্বেচ্ছা রক্তদান শিবির।

 


দুর্গাপুর,৭ই নভেঃ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল মহান নভেম্বর বিপ্লবের ১০৭-তম বার্ষিকী এই উপলক্ষ্যে পার্টি দফ্তর ইউনিয়ন অফিসগুলি সেজে উঠেছে রক্তপতাকায়। সকালে রক্তপতাকা উত্তোলিত হয় ৫/৫ কৃত্তিবাস, বি.টি.রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন,অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সিআইটিইউ দপ্তর সহ অন্যান্য দপ্তর শহীদ বেদীতে। মূল অনুষ্ঠান হয় আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি। শহীদ বেদীতে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,সন্তোষ দেব রায়,অজিত মন্ডল,প্রকাশতরু চক্রবর্তী প্রমুখ। এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে ইউনিয়ন দপ্তরে সকালে স্বেচ্ছা রক্তদান শিবিরে চার জন মহিলা সহ মোট ৮০ জন রক্তদান করেন । রক্তদান শিবিরের উদ্বোধন করেন রথীন রায়। সন্ধ্যায় আশিস-জব্বার ভবনে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত,” শোষনমুক্তির দিশারী মহান নভেম্বর বিপ্লব “-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্থ মুখার্জি।এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রকাশতরু চক্রবর্তী।





























No comments:

Post a Comment