Sunday 26 November 2023

ইস্পাতনগরীতে মিছিল থেকে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেড সফল করার ডাক।

 


দুর্গাপুর,২৬শে নভেঃ : আগামী কাল দুর্গাপুরে পৌঁছাবে ঐতিহাসিক ইনসাফ যাত্রা।আজ বিকালে,ইস্পাতনগরীরর এ-জোনের আশিস মার্কেট থেকে এই উপলক্ষে  ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে একটি মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে হর্ষবর্দ্ধন রোড সেক্টর অফিসে শেষ হয়।মিছিলে ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল,সন্তোষ দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রিয় রাজ্য সরকারের নীতির ফলে গোটা দুর্গাপুর জুড়ে চলছে শিল্পের সংকট চরমে উঠেছে নতুন কোন শিল্প আসে নি।যে রাষ্ট্রায়ত্ব শিল্পের হাত ধরে দুর্গাপুর কর্মসংস্থানের কেন্দ্র হয়ে ওঠে,তা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বেসরকারীকরনের নীতির ফলে শুকিয়ে যেতে বসেছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়োগ প্রায় বন্ধ ।কাজের কোন সুযোগ না থাকার ফলে শিল্পনগরীর ছেলে-মেয়েরা ভিন রাজ্যে বা বিদেশে কাজের আশায় চলে যেতে বাধ্য হচ্ছে।এম..এম.সি কারখানার পুনরুজ্জীবনের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের উদ্যোগে ২০০৭ সালে হাইকোর্টের মাধ্যমে ১০০ কোটি টাকায় একটি কনসোর্টিয়াম ( কোল ইন্ডিয়া,ডিভিসি,ভারত আর্থ মুভার্স কে নিয়ে তৈরি ) ক্রয় করা সত্বেও ,আজ পর্যন্ত সেই কারখানা খোলার কোন উদ্যোগ বর্তমান রাজ্য সরকার দেখায় নি উপরন্তু ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হলে,সিআইটিউ সহ অন্যান্য বামপন্থী গনসংগঠন গুলির সদস্য হওয়ার কারনে দুর্গাপুর ইস্পাত কারখানা,মনেট কারখানা সহ অন্যান্য জায়গা থেকে হাজার হাজার ঠিকা শ্রমিক কে কর্মচ্যূত করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আই কিউ সিটিতে জমিদাতাদের প্রাপ্য কাজ থেকে বঞ্চিত করা হয়। ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে কৃষি সঙ্কটের মুখে। সমবায় সংস্থা গুলিতে নির্বাচন বন্ধ,তাই নিয়োগ বন্ধ। । তাই কর্মসংস্থানের দাবিতে,গনতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে,ছাঁটাই ও কর্মচ্যূত শ্রমিকদের কাজে ফেরানোর দাবি কে জোরদার করতে ঐতিহাসিক ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেড সফল করার আহ্বান জানিয়ে মিছিল থেকে শ্লোগান ওঠে।
























 

No comments:

Post a Comment