Monday 13 November 2023

প্রয়াত সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বাসুদেব আচারিয়া : ইস্পাতনগরীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হল।

 


দুর্গাপুর,১৩ই নভেঃ: ৮১ বছর বয়সে আজ দুপুরে প্রয়াত হয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের  প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব,লোকসভার প্রাক্তন সাংসদ ও ভারতীয় রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন সাংসদ বাসুদেব আচারিয়া ।ইস্পাত শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের সাথী বাসুদেব আচারিয়া।১৯৯০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরনে তৎকালীন কেন্দ্রীয় সরকার কে রাজী করাতে গুরুত্বপূর্ন ভুমিকা তিনি পালন করেছিলেন। অন্যদিকে দুর্গাপুরের রেল যোগাযোগ বৃদ্ধি এবং ট্রেনের সময় নির্ধারনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকা আজও স্মরণ করা হয়। আজ সন্ধ্যায় তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে এডিশন রোডের বুকস্টলে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ও নীরবতা পালন করা হয়।মাল্যদান করেন দিপক ঘোষ,প্রকাশতরু চক্রবর্তি,নবেন্দু সরকার,প্রীতম দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।গত ১১ই নভেঃ এই বুক স্টল এর উদ্বোধন করেন সিআইটিউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক বংশগোপাল চৌধুরী।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিপক ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি।এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে সেইল সমবায় আবাসনে কবিগুরু মোড়ে ( দ্বিতীয় স্টপেজ )যে বুক স্টলের আয়োজন করা হয়েছে সেখানেও বাম-গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত বাসুদেব আচারিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।










No comments:

Post a Comment