Monday 27 November 2023

ইস্পাতনগরীতে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেডের সমর্থনে ফেসটুন ছেঁড়া নিয়ে চাঞ্চল্য : ইনসাফ যাত্রার পদযাত্রীদের সম্বর্ধনা জানালেন ইস্পাত শ্রমিকরা।

 


দুর্গাপুর,২৭শে নভেঃ : ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর বি-জোনে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেডের সমর্থনে বিভিন্ন জায়গায় ফেসটুন লাগানো হয়। কিন্তু গতকাল রাতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী ইস্পাতনগরীর বি-জোন হেলথ সেন্টারের সামনে রোটারীতে লাগানো ফেসটুন ছিঁড়ে ফেলে বলে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মোহন পাসোয়ান অভিযোগ করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে স্বপন সরকার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেডের সমর্থনে প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সমাজবিরোধী শক্তি ভীত হয়ে এই ধরনের জঘন্য কাজ করেছে।

 এদিকে,আজ সকালে দুর্গাপুরে ইনসাফ যাত্রা শুরু হয় বিধান নগরের শহীদ সুকুমার ব্যানার্জীর মূর্তির সামনে থেকে। বিকালে,সগরভাঙ্গায় ইনসাফ যাত্রার অংশগ্রহনকারী পদযাত্রীদের দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ ভুক্ত ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।















































































No comments:

Post a Comment