Tuesday 14 November 2023

বাম-গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত বাসুদেব আচারিয়া প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্পাতনগরীতে মৌন মিছিল।

 


দুর্গাপুর,১৪ই নভেঃ:গতকাল প্রয়াত হয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের  প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব,লোকসভার প্রাক্তন সাংসদ ও ভারতীয় রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন সাংসদ বাসুদেব আচারিয়া ।ইস্পাত শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের সাথী বাসুদেব আচারিয়া।১৯৯০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরনে তৎকালীন কেন্দ্রীয় সরকার কে রাজী করাতে গুরুত্বপূর্ন ভুমিকা তিনি পালন করেছিলেন। অন্যদিকে দুর্গাপুরের রেল যোগাযোগ বৃদ্ধি এবং ট্রেনের সময় নির্ধারনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকা আজও স্মরণ করা হয়। আজ সন্ধ্যায় তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও সমবায় সংস্থায় সিআইটিইউ-ভুক্ত ইউনিয়নদের যৌথ আহ্বানে বি.টি. রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মৌন মিছিল হোল।উপস্থিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার,প্রীতম দে,প্রকাশতরু চক্রবর্তি,আশিসতরু চক্রবর্তি,সীমান্ত তরফদার,রবি বিকাশ গুপ্ত,তারক দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  অন্যদিকে, হর্ষবর্ধন রোডে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যে বুক স্টল করা হয়েছে, সেখানেও বাম-গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত বাসুদেব আচারিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন সুবীর সেনগুপ্ত,অজিত মন্ডল,জীবন আইচ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















No comments:

Post a Comment