Monday 12 February 2024

আসন্ন আন্দোলন কে সফল করার আহ্বান ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল শ্রমিক কনভেনশন।

 


  দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : সেইল সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে, ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেবার বিরুদ্ধে,শ্রমিকদের ন্যায্য দাবিগুলিকে অগ্রাহ্য করার বিরুদ্ধে,নতুন শিল্প স্থাপনের পক্ষে,যুবদের কর্মসংস্থানের দাবিতে,কৃষকদের ফসলের দামের দাবিতে,ক্ষেতমজুরদের ন্যায্য মজুরির দাবি সহ সরকারি নীতিতে আক্রান্ত শ্রমজীবী মানুষের দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রামীণ ভারতের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এই সব দাবি ছাড়াও কিছু নিজস্ব শিল্পে শ্রমিকদের বেতন চুক্তি সহ নির্দিষ্ট দাবিতে ধর্মঘট উপলক্ষে,আগামী ১৩ ফেব্রুয়ারি সারা রাজ্যজুড়ে আইন অমান্য ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর সিটিসেন্টারেও বিক্ষোভ সভা আইন অমান্য অনুষ্ঠিত হবে।আসন্ন আন্দোলন কে সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে আয়োজিত ইস্পাত শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।




 

No comments:

Post a Comment