Saturday 24 February 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ : ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার কর্মসূচীর ঘোষনা।

 


দুর্গাপুর,২৪শে ফেব্রুঃ বিগত ছয় মাসের বেশী সময় ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃত্বে শ্রমিক বিক্ষোভ চলছে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য এই ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । পরে যুক্ত হয়  নায্য বার্ষিক বোনাস,পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। যৌথ মঞ্চের আহ্বানে গত ছয় মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে। আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্তৃপক্ষ অগনতন্ত্রিক দমন-মূলক ব্যবস্থা নিচ্ছে। আরএফআইডি-বায়োমেট্রিক বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার “অপরাধে” গত ১৫ই ফেব্রুঃ কর্তৃপক্ষ কল্পিত অভিযোগ এনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর যুগ্ম-সম্পাদক ও শ্রমিক বাবুরাম শর্ম্মা ও অপর এক শ্রমিক অয়ন দত্ত কে শো-কজ করে। “গেট-পাস” পুরনো হলে অথবা নষ্ট হলে শ্রমিকদের নতুন “গেট-পাস” নিতে হলে আরএফআইডি-বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে।এমন কি ছুটি নিতে গেলে আরএফআইডি-বায়োমেট্রিক এর অঙ্গ “এলএমএস” কে চাপিয়ে দিতে চাইছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে সীমান্ত চ্যাটার্জি অভিযোগ করেছেন। অন্যদিকে দুর্ঘটনায় কর্মরত স্থায়ী শ্রমিকের মৃত্যু হলে বীমা বাবদ মৃতের পরিবার যে বিপুল ক্ষতিপূরন পাওয়ার ন্যায্য অধিকার ছিল স্রেফ কর্তৃপক্ষের অবহেলায় সেই ক্ষতিপূরন থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এই সব দাবিতে আজ কারখানার ব্লাস্ট ফার্ণেস বিভাগে সিজিএম দপ্তরে এক বিশাল শ্রমিক জমায়েতে সমস্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐকবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা । বক্তব্য রেখেছেন ললিত মোহন মিশ্র, সীমান্ত চ্যাটার্জি,রজত দিক্ষিত,সুদীপ্ত দত্ত,সৌমজিত বরুয়া ও অরূপ রায়।



No comments:

Post a Comment