Sunday 25 February 2024

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা : দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করতে উদ্যোগী সিআইটিইউ ।

 


দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : আজ সকাল থেকে ইস্পাতনগরীর দুই প্রান্তে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা। ইস্পাতনগরীর এ-জোনের শিবাজী রোড বয়েস’ হাই স্কুলের মাঠে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর উদ্যোগে ও পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির এ-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় এ-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন বিশ্বরূপ ব্যানার্জি।উপস্থিত ছিলেন সীমান্ত চ্যাটার্জি,অজিত মন্ডল প্রমুখ। ইস্পাতনগরীর বি-জোনের নাগার্জুন রোডের মিলন চক্র ফুটবল ময়দানে পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বি-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় বি-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন মৃনাল মুখার্জি।উপস্থিত ছিলেন মহাব্রত কুণ্ডূ ,সন্তোষ দেব রায়,সুখময় বোস,স্বপন সরকার,আশিসতরু চক্রবর্তি প্রমুখ।

      গত কাল ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর রিটায়ার্ড সেলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুরের বাসিন্দা দের এক সম্মেলনীর আয়োজন করা হয়।দুর্গাপুরের অস্তিত্ব রক্ষার  দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করে আগামী দিনের লড়াই-সংগ্রাম কে দৃঢ় করার জন্য ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।বক্তব্য রাখেন রথিন রায়,ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।অনুষ্ঠিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনের দিনে এই ধরনের আরো ইউনিয়নের পক্ষ থেকে আরো সম্মেলনী করার হবে বলে ইউনিয়নের রিটায়ার্ড সেলের পক্ষ থেকে স্বপন মজুমদার জানিয়েছেন।









































No comments:

Post a Comment