Wednesday 21 February 2024

ইস্পাতনগরীতে পালিত হোল আন্তর্জাতিক রেড বুক ডে : উদ্বোধন হোল অজিত মুখার্জি স্মৃতি গ্রন্থাগার ও পাঠকেন্দ্র।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । আজ আন্তর্জাতিক রেড বুক ডে। ১৮৪৮ সালের ২১শে ফেব্রুঃ প্রকাশিত হয় কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের যৌথ রচনা এবং সারা বিশ্বের মেহেনতি মানুষের বিপ্লবের লাল নিশান কমিউনিস্ট ইস্তাহার প্রকাশিত হয়। আজ সন্ধ্যায় এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে উদ্বোধন করা হোল অজিত মুখার্জি স্মৃতি গ্রন্থাগার ও পাঠকেন্দ্র। উদ্বোধন করেন সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর মন্ডল। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে অজিত মুখার্জি স্মৃতি গ্রন্থাগার গড়ে তোলার জন্য স্বেচ্ছায় বই দান করার আবেদন জানানো হয়। এই আবেদনে বিপুল সারা মিলেছে। বামফ্রন্ট সরকারের সময় তিন বারের মন্ত্রী,দুর্গাপুর ইস্পাত কারখনার শ্রমিক ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর অতীত দিনের অন্যতম কাণ্ডারী প্রয়াত মৃনাল ব্যানার্জির স্ত্রী ও দুর্গাপুরের অতীত দিনের মহিলা নেত্রী স্মৃতি ব্যানার্জি গ্রন্থাগারের প্রয়াত মৃনাল ব্যানার্জির বিপুল সংখ্যায় মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বই এর সম্ভার ইউনিয়ন নেতৃবৃ্ন্দের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও আজ সন্ধ্যায় এই উপলক্ষে,”ভাষা ও জাতিস্বত্বা উনিশ ও বিশ শতকে ভারতের অভিজ্ঞতা ; কয়েকটি ঘটনা “-শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ সৌভিক মুখোপাধ্যায়। এছাড়াও বক্তব্য রাখেন প্রবীর মন্ডল ও বিশ্বরূপ ব্যানর্জি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সন্দীপ পাল।







No comments:

Post a Comment