Thursday 8 February 2024

দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ,সংহতি জানালেন স্থায়ী শ্রমিকরা ।

 


দুর্গাপুর,৮ই ফেব্রু: : দীর্ঘদিন অতিবাহিত হলেও কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল এর ঠিকা ও স্থায়ী শ্রমিকদের সম্মানজনক বেতন চুক্তি নিয়ে টালবাহানা অব্যাহত।একই সাথে কর্তৃপক্ষের একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সেইল জুড়ে চলছে শ্রমিকদের বিক্ষোভ । শ্রমিকদের বকেয়া বেতন বাকি পরে রয়েছে ৩৯ মাসের,বকেয়া হাউস রেন্ট সহ অন্যান্য ভাতা। এরই সাথে অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ভিডিএ সহ অন্যান্য দাবিদাওয়ার ফয়সালা হচ্ছে না। বারবার বৈঠক হলেও অধরা সমাধান সূত্র। ফলে শ্রমিকদের মধ্যে  ক্ষোভ বেড়েই চলেছে। আজ দিল্লিতে ঠিকা শ্রমিকদের দাবির ফয়সালা করতে ইউনিয়ন গুলি কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছে। দুর্গাপুরের  অ্যালয় স্টিল প্ল্যান্টে আজ ঠিকা ও স্থায়ি শ্রমিকরা সিআইটিইউ এর ডাকে যৌথ ভাবে বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন নবেন্দু সরকার। তিনি পরিস্কার জানিয়ে দেন যে অবিলম্বে বেতন চুক্তি এবং ঠিকা শ্রমিকদের বকেয়া দাবি-দাওয়া পুরণ না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে।






No comments:

Post a Comment