Thursday 1 February 2024

সেইলে বৃহৎ দূর্ণীতির পর্দা ফাঁস : দুর্গাপুর ইস্পাত কারখানায় যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১লা ফেব্রুঃ : রাষ্ট্রয়ত্ব ইস্পাত সংস্থা সেইল এর কোটি কোটি টাকার দূর্ণীতির সংবাদ প্রকাশ্যে এসেছে। সেইল এর ২৬ জন শীর্ষস্থানীয় এই ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ছেন। সেইল এর এক জন প্রাক্তন চেয়ারম্যান এই দূর্ণীতির সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সেইল এর রেকর্ড পরিমান উৎপাদন ও মুনাফা করলেও স্থায়ী ও ঠিকা শ্রমিকরা ক্রমাগত বঞ্চিত হয়ে চলেছেন। “মহা রত্ন” সেইল এর এই দূর্ণীতির সংবাদ প্রকাশ্যে আসতেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরো বৃদ্ধি পেয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকালে কারখানার সিইএম অফিসের সামনে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে এই এই দূর্ণীতির সঠিক তদন্ত এবং দূর্ণীতিগ্রস্থ আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল সহ অন্যান্য সমস্ত বকেয়া দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো জোরদার করার আহ্বান জানান বক্তারা। বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,সুকান্ত রক্ষিত,সমীর ,শম্ভূ প্রামানিক,সুভাষ সিং ও প্রশান্ত চৌধুরী।





No comments:

Post a Comment