Thursday 22 February 2024

রেড বুক ডে উপলক্ষে ইস্পাতনগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,২২শে ফেব্রুঃ : ১৮৪৮ সালের ২১শে ফেব্রুঃ প্রকাশিত হয় কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের যৌথ রচনা এবং সারা বিশ্বের মেহেনতি মানুষের বিপ্লবের রূপরেখা কমিউনিস্ট ইস্তাহার প্রকাশিত হয়।এই দিনটি কে বিশ্ব জুড়ে রেড বুক ডে হিসাবে পালন করা হয়। সিপিআই-এম এর পক্ষ থেকে এই বছরে রেড বুক ডে উদযাপনের শ্লোগান ছিল – মাতৃভাষায় মার্কসবাদ চর্চা । এই উপলক্ষে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর শহীদ আশিস-জব্বার ভবনে সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে ,”রাজনৈতিক মার্কস : আইজাজ আহমেদ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসে দ্য জার্মান ইডিওলজি ,১৮৪৫” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচক ছিলেন সিপিআই-এম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















No comments:

Post a Comment