Friday 23 February 2024

হরিয়ানায় কৃষক হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ডাকে মিছিল।

 


দুর্গাপুর,২৩শে ফেব্রুঃ: হরিয়ানায় কৃষক হত্যার প্রতিবাদে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোন হেলথ সেন্টার রোটারি থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে চন্ডীদাস সেক্টর মার্কেট অবধি যায়।সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে কৃষক আন্দোলনে সামিল পাঞ্জাবের ২৩ বছর বয়সী যুবক কৃষক শুভকরণ সিংকে খানৌরি সীমান্তে বিজেপি-শাসিত হরিয়ানা পুলিশ গুলি করে হত্যা করেছে।কৃষকরা যখন নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল তখন হরিয়ানা পুলিশ গুলি চালায়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নীরব। কেন্দ্রীয় সরকার ব্যারিকেড দিয়ে নিজের দেশের অন্নদাতা কৃষকদের দেশের রাজধানী আসতে বাধা দিচ্ছে। তীব্র ঘৃণা ক্ষোভের সাথে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে এই মিছিল থেকে কেন্দ্র ও পঃ বঙ্গের দুই সরকারের কৃষক-বিরোধী জন-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ আরো দৃঢ় করার ডাক দেওয়া হয়।আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে বর্তমান অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থার ক্রমহ্রাসমান মানের বিরুদ্ধে প্রতিবাদে শহীদ কৃষক শুভকরণ সিং-এর হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরে স্বাস্থ্য কর্মি ও শ্রমিকরা হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে কনভেনশনে যোগ দেন।অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা শহীদ কৃষক শুভকরণ সিং-এর হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরে বিক্ষোভ সমাবেশ করেন।ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন এবং কনভেনশনে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

















                                       

                                                                              




No comments:

Post a Comment